কলকাতা থেকে নিউজ দাতা মনোয়ার ইমাম।।
সামরিক বাহিনীর অগ্নিপথ অতিক্রম করে পরিক্ষা নিয়ে উত্তাল গোটা ভারত। তার ঢেউ আজ আছড়ে পড়েছে পশ্চিম বাংলায়। আজ পশ্চিম বাংলার উত্তর চব্বিশ পরগনা জেলার ঠাকুরনগর এলাকায় শিয়ালদহ ও ঠাকুরনগর রেলওয়ে স্টেশন এলাকায় টায়ার জ্বালিয়ে বিক্ষোভ প্রদর্শন করে আন্দোলনকারীরা। সেই সাথে যুক্ত হয় বনগাঁ ও মাঝেরহাট শাখায় রেলওয়ে পরিষেবার উপর। রেলওয়ে রাস্তা অবরোধ করে আন্দোলনকারীরা কোথাও কোথাও বিক্ষোভ প্রদর্শন করতে থাকে। যার ফলে বিঘ্নিত হয় রেলওয়ে পরিষেবা। এদিন অগ্নিপথ আন্দোলনকারীরা হাওড়া জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করে। কোথাও জ্বলন্ত টায়ারের আগুন রেলওয়ে পথে নিক্ষেপ করে আন্দোলনকারীরা। বহু যায়গায় রাস্তা অবরোধ করে আন্দোলনকারীরা বিক্ষোভ প্রদর্শন করতে থাকে। গতকাল ভারতের বিহার রাজ্যের একটি রেলওয়ে তে অগ্নিসংযোগ করে আন্দোলনকারীরা। আজ তার ঢেউ এসে পড়েছে পশ্চিম বাংলার বিভিন্ন যায়গায়। তবে এই ঢেউ বিস্তারিত হতে চলেছে ভারতের বিভিন্ন প্রান্তে।।
Leave a Reply