অনলাইন সংস্থার নামে–
চলে কতো প্রতারণা,
অনলাইনে দামি ফোন
অর্ডারে মিলে ইটের দানা ।
অনলাইনের লেনদেন–
উৎসব কেনাকাটার,
অনলাইনের শাড়ি কাপড়ে
নাইতো রঙের বাহার ।
অনলাইনে ভিডিও দিয়ে–
হয় যে কতো গ্রেফতার,
অনলাইনে ক্লাস রুটিন
পরীক্ষার নাই দরকার ।
অনলাইনে প্রেম বিয়ে–
হয় যে পাত্রী দেখা,
অনলাইনে হয় যে তালাক
দেনমোহরে শূন্য লেখা ।
অনলাইনে পূজা-পার্বণ–
যদি হতো নামাজ রোজা,
অনলাইনে জীবন গেল
লুটছে সবাই পাপের সাজা ।।
কলারোয়া থানা,লেখার তারিখ সময়ঃ 28/07/2022 ইং রাত্র 01.00 ঘটিকায়।
Leave a Reply