মোঃ শেখ শহীদুল্লাহ্ আল আজাদ, স্টাফ রিপোর্টারঃ
খুলনা জেলার ঐতিহ্য রূপসা উপজেলার নামকরণ করে” দেশের সার্থে জনগণের পক্ষে” সত্য আর সততা হোক আমাদের লেখা এই প্রতিপাদ্য নিয়ে” অনলাইন দৈনিক রূপসা বার্তা পত্রিকা তিলে তিলে গড়ে উঠেছে জনপ্রিয়তার শীর্ষে। অনলাইন দৈনিক রূপসা বার্তা” যা সব সময় সত্য নিয়ে পথ চলে আসছে, এ দিকে অনলাইন দৈনিক রূপসা বার্তা পত্রিকার পূনাঙ্গ কমিটি গঠন করা হয়েছে।
এ দিকে অনলাইন দৈনিক রূপসা বার্তা পত্রিকার সভাপতি মনোনীত হয়েছেন” মোঃ শহিদুল ইসলাম ফরাজি। প্রতিষ্ঠাতা সম্পাদকঃ
মোঃ নুসাইব বিন শহিদুল ফরাজি।
সম্পাদক মনোনীত হয়েছেন” প্রভাষকঃ ইফফাত সানিয়া ন্যান্সি। সহঃ সম্পাদক মনোনীত হয়েছেন, মোঃ শেখ শহীদুল্লাহ্ আল আজাদ ও মোঃ খবীরুদ্দীন। নির্বাহী সম্পাদক মনোনীত হয়েছেন, মোঃ নাহিদ জামান। ব্যবস্থাপনা সম্পাদক মনোনীত হয়েছেন, এফ এম বুরহান। বার্তা সম্পাদক মনোনীত হয়েছে, জি,এম ইমরান। সহঃ বার্তা সম্পাদক মনোনীত হয়েছেন, মোঃ মিলন মোল্লা। সাহিত্য সংস্কৃতিক বিষয়ক সম্পাদক মনোনীত হয়েছেন, মোসাঃ শেখ সুমাইয়া শহীদ।
এদিকে অনলাইন দৈনিক রূপসা বার্তা পত্রিকার উপেদেষ্টা মন্ডলিতে রয়েছেন” প্রেসক্লাব রূপসা এর সভাপতি খান রাজু আহমেদ শহিদ, আলহাজ্ব এ্যাডঃ মোস্তাফিজুর রহমান মোশতাক,মোঃ নিজাম উদ্দিন স্বাধীন, এস এম হারুন উর রশিদ, ওমর ফারুক রাসেল ও এস এম আসাদুজ্জামান (আশা) প্রমুখ।
এ ছাড়াও জনপ্রিয় অনলাইন দৈনিক রূপসা বার্তা পত্রিকার সহযোগীতায়ঃ Nusaib TV এবং ব্যাবস্থাপনায় রয়েছেন” বাংলাদেশ বেতার খুলনা নিবন্ধিত্ব শেখ ছখিনা খয়বার শিল্পী গোষ্ঠী বেতার শ্রোতা সংঘ” রূপসা, খুলনা।
Leave a Reply