পটুয়াখালীঃ চাইল্ড সাইট ফাউন্ডেশন (সিএসএফ) নামে বেসরকারি সংস্থার আয়োজনে চশমা বিতরণ অনুষ্ঠানে কিশোর রাহাত নামে এক শিক্ষার্থী বলেন, অনেকদিন যাবত চোখে সমস্যা, টাকার অভাবে ডাক্তার দেখাইতে পারে নাই বাবা, চশমা দিয়া এখন আমি সব দেখি।
উপকূলীয় অঞ্চলের প্রাথমিক থেকে মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও চশমা বিতরণ করছে চাইল্ড সাইট ফাউন্ডেশন (সিএসএফ) নামে বেসরকারি সংস্থা।
ইউএসএআইডি’র আর্থিক সহযোগিতায় ” ইনক্রিজিং আই কেয়ার সার্ভিসেস ফর চিলড্রেন্স ইন ২ কোস্টাল ডিস্ট্রিক্ট অফ বাংলাদেশ” প্রকল্পের আওতায় উপকূলীয় শিশুদের চক্ষু পরিচর্যা সেবা প্রদান করা হয়েছে।
শনিবার ( ১৮ জুন)পটুয়াখালী সদর উপজেলার হাজিখালী ডিজিটাল স্মার্ট মাধ্যমিক বিদ্যালয়ে স্কুল ভিত্তিক প্রাথমিক চক্ষু স্ক্রিনিং করে ৪০ জন শিক্ষার্থীকে বিনামূল্য পাওয়ার সংযোজিত চশমা বিতরণ করা হয়।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ নজরুল ইসলাম এর উপস্থিতিতে এ বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।
এসময় আরও উপস্থিত ছিলেন কিশোর কিশোরী ক্লাব স্থাপন প্রকল্পের জেন্ডার প্রমোটার আহম্মেদ কাওসার ইবু, সহকারী প্রধান শিক্ষক ফখরুল ইসলাম, প্রকল্পের স্কুল অর্গানাইজার মোঃ রায়হান, সহ অনন্য শিক্ষক ও শিক্ষার্থীরা।
এসময় প্রধান শিক্ষক বলেন, চাইল্ড সাইট ফাউন্ডেশনের এটি একটি গুরুত্বপূর্ণ কার্জক্রম। এ কার্জক্রমের মাধ্যমে শিশুরা সেবা, চিকিৎসা, চশমা পাবে, যা তাদের পড়াশুনোয় সহায়তা করবে। এসময় তিনি ইউএসএআইডি কেও ধন্যবাদ জানান এবং এ কার্যক্রম চলমান রাখার জন্য আহবান জানান।
কিশোর কিশোরী ক্লাব স্থাপন প্রকল্পের জেন্ডার প্রমোটার বলেন, এ ধরণের একটি কাজের সাথে যুক্ত থাকতে পারায় আমি সত্যি আনন্দিত। শিক্ষার্থীরা নতুন চশমার মাধ্যমে পৃথিবীর আলো নতুন ভাবে দেখতে পারবে।
এই প্রকল্পের অধীনে বাংলাদেশের দক্ষিণাঞ্চলের পটুয়াখালী ও বরগুনা জেলার ১৪ টি উপজেলায় দৃষ্টি প্রতিবন্ধী শনাক্ত করে চোখের চিকিৎসা সহ চশমা বিতরণ করা হবে।
Leave a Reply