সংবাদদাতাঃ অবহেলিত এক জনপদের নাম সোনাবাড়ীয়া যেখানে দেশ স্বাধীনের ৪৯বছর পেরিয়ে গেলেও একটি রাস্তা আজও পাকা করণ হয়নি। সোনাবাড়ীয়া ইউনিয়নের ৩নং ওয়ার্ড ও ৫নং ওয়ার্ডের রাজপুর চৌরাস্তার মোড় হতে বোয়ালিয়ার শাবানার মোড় পর্যন্দ ৫৮২ মিটার কাঁচা রাস্তা। এই রাস্তার গা ঘেঁষে রয়েছে ২/৩ হাজার মানুষের বসবাস। দেশ স্বাধীনের পর রাজপুর টু বোয়ালিয়া গ্রামে কোন উন্নয়নের ছোঁয়া পায়নি। দুই পাশের স্থানীয় বাসিন্দারা জানান-আমাদের গ্রাম থেকে শহর মূখি ও পাকা রাস্তা পেতে ৪টি কাঁচা রাস্তা পড়ে। বর্ষা মৌসুমে প্রচন্ড কাঁদার কারণে প্রয়োজনীয় পণ্য সময় মতো বাজারজাত করণ করা যায়না। গ্রামের কোন মুমূর্ষু, ডেলিভারি রোগী চিকিৎসার জন্য স্বাস্থ্য কমপ্লেক্সে নিতে ব্যহত হয়। অনেক সময় রোগী মারাও যান। তারা আরো বলেন-প্রতি ৫বছর পর পর নির্বাচন আসে এই ইউনিয়নে। এলাকার মেম্বার, চেয়ারম্যান প্রার্থীরা আমাদেরকে শুধুই প্রতিশ্রæতি দিয়ে থাকেন। কিন্তু এই রাস্তাটি কখনো পাকাকরণ করার উদ্যোগ নেননি তারা। বিগত দিনে দুই তিন প্রিয়ড মেম্বার ও চেয়ারম্যান এর দায়িত্ব পালন করলেও আমাদের দূঃখটা বোঝে নাই তারা। এই রাস্তাটি পুঁজি করে চলে প্রতিবার নির্বাচন। অথচ এই দুই ওয়ার্ডে রয়েছে-৩টি মসজিদ, একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়, একটি হাফিজিয়া মাদ্রাসা, একটি ইসলামিক ফাউন্ডেশন ও মাদ্রাসারা। এছাড়া রয়েছে- ৩নং ওয়ার্ডে ইউপি সদস্য শহিদুল ইসলাম ও ৫নং ওয়ার্ডে রয়েছে ইউপি সদস্য নুরুল ইসলাম। এলাকাবাসী বলছেন-নির্বাচন আসলেই রাস্তা পাকা করে দেবো বলে প্রতিশ্রæতি দেয়া হয়। অথচ নির্বাচন হয়ে গেলে আর কেউ ফিরেও তাকায়না এই রাস্তার দিকে। এবিষয় নিয়ে ইউপি চেয়ারম্যান বেনজির হোসেন হেলালের সাথে কথা হলে তিনি বলেন-ওই রাস্তা পাকা করণের জন্য একটি প্রস্তাব পাঠানো হয়েছে। অনুমতি পেলে অচিরেই রাস্তা পাকা করণ করা হবে। এদিকে দ্রæত রাস্তাটি পাকা করণের জন্য এলাকাবাসী তালা-কলারোয়ার সংসদ এড.মুস্তফা লুৎফুল্লাহ এমপি ও জেলা প্রশাসকের হস্তক্ষেপ কামনা করেছেন।
Leave a Reply