অবহেলা করছ, করো/
মনে রেখ,ফিরিয়ে দেব একদিন/
এই অবহেলার দ্বিগুন-তিনগুন/
তবে ছুঁড়ে ছুঁড়ে নয়/
নয় তুমুল বাক্যবাণে/
চুপ থেকে নির্জনে/
স্মৃতিকে উসকে মুখ ফিরিয়ে নিয়ে/
এ বেদনা চিতার আগুনের চেয়েও জ্বালাবে তোমার//
ঘৃণা করছ. করো/
করুণা চাইবনা আমি/
মনে রেখ,পাঠিয়ে দেব এই দহন চারগুন-পাঁচগুন/
তবে শুন্যে আওয়াজ করে নয়/
নয় বেদম কষাঘাত/
জমা হওয়া অনুরাগ /
তোমাকে ছুঁইয়ে দেবো প্রতি লোমকুপে/
আবেশের শিরা-উপশিরায়//
মুল্যহীন ভাবছ,ভাবো/
নিজেকে ছাড়িয়ে যাওয়ার চেষ্টা করবনা আমি/
মনে রেখ,এই মুল্যহীনই হয়ে উঠবে অমুল্য রতন/
ছড়ানো দ্যুতিতে আধার কাটবে জগতময়/
শুধু ঘুছবেনা তোমার বিভ্রম/
আমি কথামালা হয়ে গেথে থাকব সব জুটির সাথে/
শুধু জোট হবেনা তোমার আমার/
মালা গাঁথতে ইচ্ছে করলেও পাবেনা ফুল/
সব সৌরভে আমি গেথে রয়েছি বলে/
প্রয়োজনে আছি পাশে তোমার/
হতে চাইনা প্রিয়জন/
বুঝবে তখন/
চেষ্টা করেও পাবেনা যখন//
Leave a Reply