জেমস রহিম রানা:
যশোর জেলার অভয়নগর উপজেলায় ইউনিয়ন পরিষদ নির্বাচনের ৪র্থ ধাপে ৮ টি ইউনিয়নে আজ ২৬ ডিসেম্বর ( রবিবার) নির্বাচন অনুষ্ঠিত হলো। শুধুমাত্র প্রেমবাগ ইউনিয়নে আধুনিক ইভিএম পদ্ধতিতে নির্বাচন অনুষ্ঠিত হলেও বাকি ৭ টি ইউনিয়ন সুন্দলী,চলশিয়া,পায়রা,শ্রীধরপুর,বাঘুটিয়া,শুভরাড়া ও সিদ্ধিপাশা ইউনিয়নে সনাতন পদ্ধতি ব্যালট পেপার ভোট গ্রহন করা হয়েছে।
উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, ৮টি ইউনিয়নের ৮৬টি কেন্দ্রে ৮৬ জন প্রিজাইডিং অফিসার ও ৪০৯ জন সহকারী প্রিজাইডিং অফিসার নিয়োগ দেওয়া হয়েছে। নিরাপত্তার কাজে ৮টি ইউনিয়নে ১৮টি মোবাইল টিম টহলরত অবস্থায় ছিল। তিনজন জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ও প্রতিটি ইউনিয়নে একজন করে নির্বাহী ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করেছেন। তিন প্লাটুন বিজিবি, দুই প্লাটুন কোস্টগার্ড ও র্যাবের তিনটি টহল টিমসহ ৮টি ইউনিয়নে ৯২৫ জন পুলিশ এবং এক হাজার ৪৬২ আনসার সদস্য সারাদিন নির্বাচন কাজে গুরুদায়িত্ব পালন করেন। এছাড়া ফায়ার সার্ভিস ও মেডিক্যাল টিমও দায়িত্ব পালন করেন। ৮টি ইউনিয়নে মোট ভোটার সংখ্যা ১ লাখ ৪২ হাজার ৯৮জন।মহিলা ভোটার ৭০ হাজার ৯৩৪ জন, পুরুষ ভোটার ৭১ হাজার ১৬৪ জন। ৮টি ইউনিয়নে চেয়ারম্যান পদে ৪০ জন, সংরক্ষিত আসনে ৯৫ জন ও সাধারণ ওয়ার্ডে সদস্য পদে ২৭১ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন।
দুই একটি বিক্ষিপ্ত ঘটনা ছাড়া নির্বাচনের পরিবেশ স্বাভাবিক ছিল এবং ভোটাররা স্বতঃস্ফূর্তভাবে ভোট প্রদান করতে পেরেছেন।
বিভিন্ন ইউনিয়ন থেকে প্রাপ্ত ফলাফলে জানা যায়,অভয়নগর উপজেলার ১নং প্রেমবাগ ইউপিতে নৌকার প্রতীক নিয়ে মোঃ মফিজ্জউদ্দিন বিজয় লাভ করেছেন। ২নং সুন্দলী ইউপিতে নৌকার প্রতিক নিয়ে বিকাশ রায় কফিল জয় লাভ কলেছেন। ৩ নং চলিশিয়া ইউপিতে আ’লীগের বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী সানা আব্দুল মান্নান আনারস প্রতীক নিয়ে জয়লাভ করেন।৪নং পায়রা ইউপিতে নৌকার প্রতীক নিয়ে হাফিজুর রহমান বিশ্বাস নির্বাচিত হয়েছেন। ৫ নং শ্রীধরপুর ইউপিতে নৌকার প্রতীক নিয়ে এ্যাড; নাসির উদ্দিন বিজয়ী হয়েছেন। ৬নং বাঘুটিয়া ইউপিতে স্বতন্ত্র প্রার্থী তৈয়েবুর রহমান মোটর সাইকেল প্রতীক নিয়ে নির্বাচিত হয়েছেন। ৭ নং শুভরাড়া ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী মোঃ জহুরুল হক চশমা প্রতীক নিয়ে নির্বাচিত হন। ৮ নং সিদ্দিপাশা ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী আবুল কাসেম মোটর সাইকেল প্রতীক নিয়ে জয়লাভ করেন।
Leave a Reply