সেলিম মাহবুব, ছাতকঃ
ছাতক থানার সেকেন্ড অফিসার এসআই হাবিবুর রহমান (পিপিএম) বাংলাদেশ পুলিশের সর্বোচ্চ পদকের জন্য মনোনীত হয়েছেন।এসআই হাবিবুর রহমানকে ২০২০ সালে প্রশংসনীয় ও ভালো কাজের স্বীকৃতি স্বরূপ বাংলাদেশ পুলিশের সর্বোচ্চ পদক (“Police Force Exemplary Good Service Badge”) আইজিপি ব্যাজ-2020 এর জন্য মনোনীত করা হয়েছে। জানুয়ারী মাসে পুলিশ সপ্তাহে বাংলাদেশ পুলিশের প্রধান আইজিপি ড.বেনজির আহমেদ আনুষ্ঠানিক ভাবে ছাতক থানার সেকেন্ড অফিসার এসআই হাবিবুর রহমানের হাতে এই পদক তুলে দেবেন বলে জানা গেছে।
এসআই হাবিবুর রহমান (পিপিএম) এজন্য সুনামগঞ্জ জেলার পুলিশ সুপার মিজানুর রহমান বিপিএম, সিনিয়র সহকারী পুলিশ সুপার ছাতক সার্কেল বিল্লাল হোসেন সহ ছাতক থানার সকল অফিসার ও ফোর্সদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। ২০ ডিসেম্বর পুলিশ হেডকোয়ার্টারের ৪২১০(৭৮) স্বারকের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য প্রকাশিত হয়েছে।
Leave a Reply