সৈকত বাড়ৈ :-
বরিশাল জেলার আগেলঝাড়া উপজেলাধীন চৌদ্দমেদা সর্বজনীন কালী মন্দির প্রাঙ্গনে মেধাবী শিক্ষার্থী সংবর্ধনা, শতাধিক শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়। প্রতি বছরের ন্যায় দুর্গা পূজা শেষে শচীন্দ্রনাথ জয়ধরের সভাপতিত্বে মেধাবী শিক্ষার্থী সংবর্ধনা, শিক্ষা উপকরণ বিতরণ ও আশীর্বাদ অনুষ্ঠিত হয়। সুরঞ্জন মণ্ডলের সঞ্চালনায় মহতী অনুষ্ঠানে আশীর্বাদক ও প্রধান অতিথি আগৈলঝাড়া উপজেলা আওয়ামীলীগের সভাপতি প্রথিতযশা শিক্ষক সুনীল কুমার বাড়ৈ শিক্ষার্থীদের আদর্শ জীবন গঠন, সুশিক্ষা গ্রহণ ও আলোকিত মানুষ হওয়ার প্রত্যয়ে জ্ঞানগর্ভ ভাষণ প্রদান করেন। অনুষ্ঠানের প্রধান বক্তা ও আশীর্বাদক ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক ড. কালিদাস ভক্ত বিভিন্ন মনীষীর জীবনকথা ও শিক্ষা বিষয়ক বাণী উল্লেখপূর্বক শিক্ষার্থীদের অনুপ্রেরণা সৃষ্টিকারী তথ্যসমৃদ্ধ বক্তব্য প্রদান করেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ধানডোবা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব এইচ. এম. মানিক হাসান, বিশিষ্ট সাংবাদিক জনাব গিয়াসউদ্দীন মিয়া, বাশাইল মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক জনাব হায়াতউল্লাহ্। অনুষ্ঠানে বক্তব্য রাখেন সরকারি শেখ হাসিনা উইমেন্স কলেজের বাংলা বিভাগের প্রভাষক দিনেশ চন্দ্র জয়ধর, ধানডোবা মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক শ্যামল কৃষ্ণ জয়ধর, বাদল চন্দ্র মণ্ডল, কৃতী শিক্ষার্থী অর্থী জয়ধর, কৃতী শিক্ষার্থী সবুজ হালদার। অনুষ্ঠানে শতাধিক শিক্ষার্থীর মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়, মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়। পরিশেষে ধান-দুর্বা দিয়ে আশীর্বাদ করা হয়।
Leave a Reply