সৈকত বাড়ৈ :-
বরিশালের আগৈলঝাড়ায় ‘জয়িতা অন্বেষণে বাংলাদেশ’ শীর্ষক কার্যক্রমে ৫ শ্রেষ্ঠ জয়িতার মাঝে পুরস্কার বিতরণ। নারী নির্যাতন বন্ধ করি, কমলা রঙের বিশ্ব গড়ি, শেখ হাসিনার বারতা, নারী পুরুষ সমতা, এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে বৃহস্পতিবার বগুড়ার আগৈলঝাড়া উপজেলা পরিষদ হল রুমে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস /২০২১ উপলক্ষে আগৈলঝাড়া উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তর ও উপজেলা পরিষদের যৌথ আয়োজনে আলোচনা সভা, ৫ জন নির্বাচিত শ্রেষ্ঠ জয়িতাদের সম্মননা প্রদান ও পুরস্কার বিতরণী সভা অনুষ্ঠিত হয়। এ সফল জননী নারী ক্যাটাগরীতে সন্মানা পেয়েছেন শান্তিলতা হালদার। স্বামী মৃত – সুকুমার হালদার,। তিনি চার সন্তানের জননী। আর চার সন্তানকেই মানুষের মত মানুষ হিসেবে সমাজে প্রতিষ্ঠিত করেছেন। উল্লেখ যে, গরীবের ডাক্তার হিসেবে পরিচিত আগৈলঝাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডা: সমীরণ হালদার তার ছোট ছেলে।
আলোচনা সভার প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরস্কার বিতরণ করেন আগৈলঝাড়া উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুর রইচ সেরনিয়াবাত এসময় আরো উপসচিব ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জনাব রফিকুল ইসলাম তালুকদার, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মলিনা রানী রায় প্রমুখ।
Leave a Reply