আটোয়ারী সংবাদদাতা:
জেমস গুরু দুষ্টু ফ্যান ক্লাবের উদ্যোগে পঞ্চগড়ের প্রত্যন্ত অঞ্চলে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। ৪ ডিসেম্বর জেলার বিভিন্ন এলাকায় প্রতিবন্ধী ও শীতার্তদের মাঝে কম্বল বিতরণ শুরু হয়। এই কার্যক্রম চলবে সপ্তাহব্যাপী।
গুরু জেমস এর দুষ্টু ফ্যান ক্লাবের পঞ্চগড় জেলার সভাপতি মোঃসুয়েল রানা( রাজন) এ বিষয়ে বলেন, করোনার পর তীব্র শীতে কাবু প্রত্যন্ত অঞ্চলের প্রতিবন্ধী ও সাধারণ মানুষ। জেমস গুরু দুষ্টু ফ্যান ক্লাব চেষ্টা করছে তাদের কিছুটা সহায়তা করার।যদিও প্রয়োজনের তুলনায় এটা অপ্রতুল তিনি বলেন,জেলাকেন্দ্রিক সহায়তার হার বৃদ্ধি হলে প্রত্যন্ত অঞ্চলের মানুষ একটু বেশি সুবিধা পাবে। এইসব অঞ্চলের মানুষের পাশে দাঁড়ানো দরকার বলে মনে করি।
Leave a Reply