মোঃ নাজমুল হক
আটোয়ারী (পঞ্চগড়) প্রতিনিধিঃ পঞ্চগড়ের আটোয়ারী উপজেলার বলরামপুর ইউনিয়ন নাগরিক সমাজের আয়োজন প্রশাসনিক কর্মকর্তা নিয়োগ ও নির্বাচনী তফসিল ঘোষণার এবং ভোটাধিকার প্রয়োগের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়৷ ঘন্টা ব্যাপী এই মানববন্ধনটি উপজেলা পরিষদের মেইন ফটকের সামনে আটোয়ারী-পঞ্চগড় সড়কে অনুষ্ঠিত হয়৷
উক্ত মানববন্ধনে বক্তব্য রাখেন, বলরামপুর ইউনিয়নের আ. লীগের সভাপতি দেলোয়ার হোসেন, সহসভাপতি আ. খ. ম. শামসুজ্জামান, সাবেক সাধারণ সম্পাদক সাইদুর রহমান, উপজেলা জাসদের (আম্বিয়া) সাধারণ সম্পাদক মোজাম্মেল হক,
বলরামপুর ইউনিয়ন নাগরিক সমাজের আহবায়ক শাহ আলম সরকার, যুগ্ম আহবায়ক সাইদুর রহমান সহ বিভিন্ন সাংবাদিকবৃন্দ।
উল্লেখ্য যে, ২০০৩ সালের পর থেকে দীর্ঘ ১৮ বছর যাবৎ বিভিন্ন জটিলার কারণে এই ইউনিয়নে কোন স্থানীয় নির্বাচন অনুষ্ঠিত হয়নি। তাই বিনা নির্বাচনে দীর্ঘ ১৮ টি বছর বর্তমান চেয়ারম্যান ও ইউপি সদস্য গন দ্বায়িত্ব পালন করে আসছে। এর মধ্যে মোট ৭ জন ইউপি সদস্য দিয়ে ১৩ জনের কাজ সম্পূর্ণ করে আসছেন। বাকিরা মারা গেছেন এবং ১ জন দ্বায়িত্ব হতে অব্যাহতি নিয়েছেন।
দীর্ঘ দিন ধরে ভোটারেরা ভোট দিতে না পারায় আশাহত হয়ে পরেছিলেন৷
তাই চলতি মাসের ১৪ তারিখের তফসিল ঘোষণার অপেক্ষায় ছিল ইউনিয়ন বাসীরা। কিন্তু উপজেলার ৬ ইউনিয়নের মধ্যে ৫ টি ইউনিয়নের তফসিল ঘোষণা হলেও বলরামপুর ইউনিয়ন এবারো এর আওতায় আসেনি৷ তাই তারা আশাহতবস্তায় এই মানববন্ধনের আয়োজন করে।
তাছাড়া ২০১৮ সালের ১৩ অক্টোবর এই ইউনিয়নের নির্বাচনী গেজেট প্রকাশিত হলেও বিভিন্ন অনিয়ম, রহস্যজনক এবং অদৃশ্য কারণে গেজেটটি আশার পথ পারি দিতে পারেনি। তাই এবারের নির্বাচনে যেন তাঁরাও অন্যান্য ইউনিয়নের সাথে একযোগে ভোটাধিকার প্রয়োগ করতে পারে সেই লক্ষে সরকারের দৃষ্টি আকর্ষণ করেন।
তাই অনতিবিলম্বে এই ইউনিয়নের নির্বাচনী তফসিল ঘোষণা পূর্বক ভোটাধিকার প্রয়োগ করনে উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ তৌহিদুল ইসলাম এবং উপজেলা নির্বাহী অফিসারের পক্ষে সহকারী কমিশনার (ভুমি) সায়লা সাইদ তন্বী’কে পৃথক ভাবে স্মারকলিপি প্রদান করা হয়৷
Leave a Reply