কলারোয়া উপজেলা প্রতিনিধিঃ কলারোয়ার বিশিষ্ট্য ব্যবসায়ী যমুনা শো-রুমের প্রভাইটার মোঃ জিয়াউর রহমানেের ছেলে আব্দুল্লাহ ইব্রাহিম জিহানের ২য় শুভজন্ম বার্ষিকী উদযাপিত হয়েছে। ঘরোয়া ভাবে ছোট পরিসরে। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, জিহানের পরিবারের কিছু আপন জন। জিহানের জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন তার বড় বোন লামিয়া সুলতানা জিসাসহ মা- বাবা। জিসা কলারোয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থী ৫র্ম শ্রেণীতে লেখা পড়া করে। জিসা উক্ত স্কুলের মেধা তালিকায় সবার শীর্ষে। প্রথম স্থান অধিকার করেছে, স্কুল সেরা মেধাবী, তার ভাই জিহানের জন্য দোয়া চেয়েছেন সাথে সাথে নিজের জন্য দোয়া চেয়েছেন। জন্মদিন পালন করতে পেরে তারা ভাই বোন ব্যপক আনন্দিত।
Leave a Reply