বরগুনার আমতলী পৌরসভার উদ্যোগে নবাগত, উপজেলা নির্বাহী অফিসার একেএম আব্দুল্লাহ বিন রশিদ, সহকারী কমিশনার ভূমি মো. নাজমুল ইসলাম,অফিসার ইন-চার্জ কেএম মিজানুর রহমানকে বরণ এবং বিদায়ী অফিসার ইন-চার্জ মো. শাহ আালম হাওলাদারকে সংবর্ধনা দেওয়া উপলক্ষে সুধীসমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (০৩ অক্টোবর) সন্ধ্যা ৭ টায় পৌরসভা মিলনায়তনে পৌর মেয়র ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মো. মতিয়ার রহমানের সভাপতিত্বে সুধী সমাবেশে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগ সভাপতি অ্যাড: এম এ কাদের মিয়া, পৌর আ’লীগ সভাপতি ও ভাইস চেয়ারম্যান মোঃ মজিবুর রহমান, মহিলা ভাইস চেয়ারম্যান তামান্না আফরোজ মনি,উপজেলা আ’লীগ সহ-সভাপতি সাবেক পৌর মেয়র মো. নাজমুল আহসান নান্নু, মো. নুরুল ইসলাম মৃধা, উপজেলা আ’লীগ সহ-সভাপতি ও আমতলী সদর ইউপি চেয়ারম্যান মোঃ মোতাহার উদ্দিন মৃধা, আমতলী সরকারী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ হোসেন আহমেদ . সাবেক ভাইস চেয়ারম্যান একেএম সামসুদ্দিন আহমেদ সানু,বকুলনেছা মহিলা কলেজের অধ্যক্ষ মো. ফোরকান মিয়া ,আমতলী বন্দর ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মো. ইউনুস আলী হাওলাদার,আওয়ামীলীগ নেতা ইউপি চেয়ারম্যান বোরহান উদ্দিন আহমেদ মাসুম তালুকদার, আসাদুজ্জামান মিন্টু মল্লিক,সোহেলী পারভীন মালা, রফিকুল ইসলাম রিপন, সাবেক ইউপি চেয়ারম্যান আলহাজ্ব মো. নুরুল ইসলাম মিয়া,চাওড়া ইউনিয়ন আওয়ামীলীেগর সংগ্রামী সভাপতি আহুরুজ্জামান খান আলমাস, উপজেলা যুবলীগের সিনিয়র সহসভাপতি মো. মাহবুবুর রহমান, ছাত্রলীগ সভাপতি মো. মাহবুবুর রহমান,আমতলী সাংবাদিক ক্লাবের সহসভাপতি যুগান্তর প্রতিনিধি মো.তোফাজ্জেল হোসেন তপু প্রমুখ। সংবর্ধনা সভায় সাংবাদিক সুশীল সমাজের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
Leave a Reply