গাজীপুর প্রতিনিধি:
গাজীপুরের গাছা থানাধীন ৩৮ নং ওয়ার্ড কাউন্সিলর হাজী মনির সহ ১০ জনের বিরুদ্ধে হত্যার চেষ্টায় একটি অভিযোগে দায়ের করা হয়েছে। অভিযুক্তরা হলো,
১। হাজী মােঃ মনিরুজ্জামান মনির (৪০), পিতা-হাজী আব্দুল মােতালিব, ২। মােঃ মশিউর রহমান শাওন(২৮) পিতা-মােঃ শফিকুল ইসলাম, ৩। মােঃ জালাল (৩০) পিতা-মোতালিব, ৪। জহিরুল ইসলাম জহির (২৮), পিতা-মৃত আব্দুল লতিফ, ৫। মােঃ আল আমিন (২৫) পিতা-আব্দুল জলিল(২৮),৬। আরিফুল ইসলাম আরিফ পিতা-মােঃ আবুল হােসেন, ৭। মােঃ নুরু (৪২) (হাজী মােঃ মনিরুজ্জামান এর ভগ্নিপতি), পিতা-অজ্ঞাত, ৬। আরমান মজুমদার (৩১)পিতা-অজ্ঞাত, সাং-লাগলিয়া, ওয়ার্ড নং-২৮, থানা-মেট্রো সদর, ৭। অল-আমিন (২৮), পিতা-আক্কাস মিয়া সাং-দক্ষিন কলমেশর, ৮। রাবী খান (২৮), পিতা আতা খান, সাং-শরীফপুর, ওয়ার্ড নং-৩৪, ৯। নাসির উদ্দিন সুজ (২৮), পিতা মৃত আতাউর রহমান, ১০। দেলােয়ার হােসেন (৩৮), পিতা-মােঃ আব্দুর রউফ।
অভিযোগকারী এম,এম সোহেল রানা জানান,
গত ২১ নভেম্বর দুপুরে দিকে আমি আমার ভাগিনা মামুন রাজনৈতিক সহকর্মীরা ৩৮ নং ওয়ার্ড খাইলকুর এলাকায় আমার রাজনৈতিক কার্যালয় বসে গল্প করছিলাম এমন সময় কাউন্সিলর হাজী মনিরুজ্জামান মনির সহ ৪০ থেকে ৫০ টি মোটরসাইকেল নিয়ে আমার অফিসের সামনে এসে মোটর সাইকেলের হর্ন বাজাতে থাকে এবং সদ্য বহিষ্কৃত গাজীপুর মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলমের নামে বিভিন্ন স্লোগান দিতে থাকে। অসহনীয় মাত্রায় মোটর সাইকেলের হর্ন বাজার থাকলে আমি ও আমার ভাগিনা মামুন বিষয়টি নিয়ে প্রতিবাদ করলে কাউন্সিলর হাজী মনিরুজ্জামান মনির আমাদের দিকে তেড়ে আসে। তবে ঘটনাস্থলে গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত থাকায় সেখানে ঝামেলা না করলেও ঘটনার আধঘন্টা পর আমার বাসার সামনে গিয়ে আমাকে ও আমার পরিবারের সদস্য দের একাত্ম ভাষায় গালিগালাজ করতে থাকে আমি ও আমার ভাগিনা ঘটনাস্থলে গেলে অতর্কিতভাবে ছুরি চাপাতি সহ দেশীয় অস্ত্রশস্ত্রে নিয়ম আমাদের উপরে ঝাঁপিয়ে পড়ে। হত্যার উদ্দেশ্যে সুইচগিয়ার দিয়ে আঘাত করার চেষ্টা করা হলে উক্ত আঘাত টিম আমার ভাগিনা মামুন(২৮)এর তলপেটের বাম পাশে গুরুতর রক্তাক্ত জখম করে। গুরুতর রক্তাক্ত জখম প্রাপ্ত অবস্থায় মাটিতে পড়ে গেলে কাউন্সিলর মনির ও সহযোগীরা লােহার পাইপ দিয়া হত্যার উদ্দেশ্যে আঘাত করতে থাকে। একপর্যায়ে মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে রক্ত জমাট বাধা জখম করে।
বিষয়টির যেন থানা-পুলিশ পর্যন্ত না নিয়ে যায় সেজন্য কাউন্সিলর হাজী মনিরুজ্জামান মনির অকথ্য ভাষায় গালিগালাজ করে এবং বলে আমার নেতা জাহাঙ্গীর আলম এর পদ নাই, আজকে থাকাইয়া খেলা শুরু দক্ষিন খাইলকুর এলাকায় রক্তের বন্যা বয়ে যাব এবং আমাকে বলে, তােরে ও কাজী শরীফকে যেখানে পাব, সেখানেই টুকরা টুকরা করে ফেলব বলে প্রাণনাশের হুমকি প্রদর্শন করে ঘটনাস্থল ত্যাগ করে।
এ বিষয়ে গাছা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ইসমাইল হোসেনের সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি জানান,আমরা একটি অভিযোগ পেয়েছি। অভিযোগের সত্যতা নিশ্চিত জন্য তদন্ত চলছে। তদন্ত সাপেক্ষে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে ।
Leave a Reply