আমার লক্ষ্যটা সীমাহীন সমান্তরাল দুরত্বে;
যেই দুরত্বের সীমানাকে দূর থেকে মনে হয়
সমান্তরাল রেখাটা বুঝি এক হয়ে মিলে গেছে!
আমার লক্ষ্যটা নির্দিষ্ট ;
একাই হেটে যাই গন্তব্যে ;
মাঝে মাঝে কেউ কেউ আমার পথে,
আমার পায়ের তালের ছন্দের সাথে হাটে;
কিন্তু
তাদের লক্ষ্যতো আমার লক্ষে নয়;
তাই কখনও তারা থেমে যায়;
কখনও ফিরে যায়;
আবার কখনও
আমার ফেলা আসা দুরত্বের পথে
মিলিয়ে যায়!
আমার এই নির্দিষ্ট লক্ষ্যের পথে
নির্দ্দিষ্ট কেউ থাকুক বা না থাকুক,
নিত্য নতুন, নতুন নতুন মুখ ঠিকই থাকে;
তাতে আমি বরং বিনোদিতই হই;
দিন শেষে..
আমার ছোট্ট ছোট্ট পদক্ষেপের চূড়ায় যখন পৌছে যাই
তখন ফেলে আসা সহচারীদের
একই জায়গায় দেখি আর
তাদের থেকে হয় প্রশংসা পাই
নয়তো হিংসাত্তক রক্তচক্ষু দেখতে পাই!
এই তো জীবন..
এভাবেই কেটে যায়..
💕শুভ অপরাহ্ন💕
Leave a Reply