তানজিল আহমেদ রনি চুয়াডাঙ্গা জেলা প্রতিনিধি
বেলগাছি ইউনিয়নের তিনবারের নির্বাচিত সুযোগ্য চেয়ারম্যান , ইউনিয়ন বাসির হৃদয়ের মানুষ জনাব আমিরুল ইসলাম (মন্টু)। তার বড় ভাই অস্ট্রেলিয়া প্রবাসী জনাব নজরুল ইসলাম ও তার মা হেকমত নেছার পক্ষ থেকে করোনা আক্রান্ত রোগীর অক্সিজেন সেবা দেওয়ার উদ্দেশ্যে বেলগাছী ছাত্র কল্যাণ সংস্থায় দুইটি অক্সিজেন সিলিন্ডার উপহার দেন।আমিরুল ইসলাম মন্টু বলেন-বিভিন্ন পত্রপত্রিকাসহ,বিশেশ করে আমাদের আলমডাংগা গ্রুপ পেজে জানতে পারেন বড়ভাই সহ অনান্য পরিবারের সদস্যরা এলাকার মানুষের দুর্দশার কথা। আমার বড়ভাই জনাব নজরুল ইসলাম, আমার মা ও ভাতিজারা এই অক্সিজেন সিলিন্ডার দিয়েছে।এই উপহারের মাধ্যমে গরীব দুঃখী খেটে খাওয়া মানুষের অক্সিজেন সেবা পাওয়ার পথ সুগম হবে বলে আমি আশা করছি। ছাত্র কল্যাণ সংস্থার আয়োজনে এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে ছিলেন উপজেলা চেয়ারম্যান জনাব আয়ূব হোসেন, বিশেষ অতিথি হিসাবে ছিলোন মহমুদুল কাওনাইন, প্রেস ক্লাবের সভাপতি জনাব শাহ আলম মন্টু, আলমডাঙ্গা সরকারী কলেজের প্রভাষক আমিরুল ইসলাম জয়।প্রধান অতিথির হাত থেকে বেলগাছী ছাত্র কল্যাণ সংস্থার প্রেসিডেন্ট জনাব এম শের আলীর পক্ষ থেকে ভাইস প্রেসিডেন্ট জনাব সাহাবুল হক উক্ত অক্সিঠজেন সিলিন্ডার গ্রহণ করেন। সেই সাথে সংগঠনের অন্যতম সদস্য সুমন মিয়া, অরিদ রায়হান সায়েম, নোমান রাব্বি,ক্যাশিয়ার মন্জুরুল ইসলাম, ডাঃ আতিকুর রহমান
উপস্থিত ছিলেন।এছাড়া হ্যালো অক্সিজেনের এডমিন সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানেটি সার্বিক ভাবে উপস্থাপন করেন বেলগাছী ছাত্র কল্যাণ সংস্থার সেক্রেটারি জেনারেল জনাব মানিক মিয়া।
সর্বশেষে করোনা মুক্ত বাংলাদেশের প্রত্যাশাই অনুষ্ঠানের মুলতবী ঘোষণা করা হয়।
Leave a Reply