মোঃ শেখ শহীদুল্লাহ্ আল আজাদ. স্টাফ রিপোর্টারঃ
আগামী ২৬ ডিসেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে, স্থানীয় সরকারের আরও একধাপ নির্বাচন। এ দিকে সাতক্ষীরা জেলায় শ্যামনগর উপজেলার ২নং কাশিমাড়ী ইউনিয়ন পরিষদ নির্বাচন ২৬ ডিসেম্বর অনুষ্ঠিত হবে, উক্ত নির্বাচনে শ্যামনগর উপজেলার ২নং কাশিমাড়ী ইউনিয়নের ৬নং ওয়ার্ড.(ঘোলা) এলাকা থেকে ইউপি সদস্য হিসাবে প্রতিদ্বন্দ্বীতা করতে যাচ্ছেন। সাবেক সফল ইউপি সদস্য, ৬নং ঘোলা এলাকার প্রানের মানুষ, মরহুম মোঃ আঃ রাজ্জাক গাজীর সুযোগ্য পুত্র, বর্তমান ৬নং ওয়ার্ড ঘোলা এলাকার সফল ইউপি সদস্য আলহাজ্ব মোঃ রাজগুল ইসলাম (মোরগ মার্কা) নিয়ে পুনরায় ইউপি সদস্য পদপ্রার্থী হিসেবে নির্বাচন করছেন। উক্ত বিষয়ে আলহাজ্ব মোঃ রাজগুল ইসলাম বলেন, আমার শ্রদ্ধেয় পিতা মরহুম মোঃ আঃ রাজ্জাক গাজী, ৬নং ওয়ার্ড ঘোলা এলাকার পাশে থেকে উন্নয়ন মূলক কাজ করছেন, যা আজও ঘোলা এলাকার মানুষের মুখে মুখে হাসি ফোটায়, তিনি আরও বলেন, আমি বিগত দিনে. আমি ধর্মবর্ণ নির্বিশেষে সকল মানুষের পাশে থাকার চেষ্টা করেছি এবং সামনে এলাকাবাসী আমাকে পুনরায় নির্বাচিত করলে, সকলের পাশে থেকে বাকী হওয়া সকল উন্নয়ন কর্মকাণ্ড শেষ করতে পারবো বলে আশাবাদী। উক্ত নির্বাচন উপলক্ষে, ৬নং ওয়ার্ড ঘোলা এলাকার বেশ কিছু মানুষ বলেছেন, বিগত ৫ বছরে আমরা কোন সময় আলহাজ্ব মোঃ রাজগুল ইসলাম কে অসৎপথে দেখিনি আমরা মনে করি, আলহাজ্ব মোঃ রাজগুল মেম্বারের কাজকর্ম মানুষ যদি মনে রাখে, তবে আবারও আলহাজ্ব মোঃ রাজগুল ইসলামের কে মোরগ মার্কা নিয়ে বিপুল ভোটে বিজয় অর্জন করবেন বলে আশাবাদী ৬ নং ওয়ার্ড ঘোলা এলাকার সর্বস্তরের জনগণ।
Leave a Reply