আশাশুনি প্রতিনিধিঃ
মহামারী করোনাভাইরাস এর রোগীদের স্বাস্থ্যসেবা নিশ্চিত করার লক্ষ্যে আশাশুনি উপজেলা পরিষদের চেয়ারম্যান উপজেলা আওয়ামী লীগের সভাপতি এবিএম মোস্তাকিম এর সার্বিক সহযোগিতায় ও জাইকারের পক্ষ থেকে আশাশুনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১৩ টি অক্সিজেন সিলিন্ডার প্রদান করা হয় । মঙ্গলবার সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এ অক্সিজেন সিলিন্ডার হস্তান্তর করেন জায়কার প্রতিনিধিবৃন্দ। এ বিষয়ে জানতে চাইলে উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডাঃ সুদেষ্ণা সরকার বলেন বিগত কয়েক মাস আগে উপজেলার উন্নয়ন সমন্বয় মিটিং এ উপজেলা পরিষদের চেয়ারম্যান এবিএম মোস্তাকিম মহোদয়ের সহযোগিতায় অক্সিজেন সিলিন্ডার, ইসিজি, আইপিএস সহ অন্যান্য যন্ত্রাংশ ক্রয়ের জন্য জায়কা থেকে ১০ লক্ষ টাকা অনুমোদন দেন। আমি যে সকল চিকিৎসা সামগ্রীর চাহিদা দিয়েছিলাম তার মধ্যে ৬জুলাই মঙ্গলবার ১৩ টি অক্সিজেন সিলিন্ডার এসে পৌঁছেছে। বাকি অন্যান্য চিকিৎসা সরঞ্জাম অতি দ্রুত চলে আসবে বলে জায়কার উপজেলার ডেভলপমেন্ট ফ্যাসিলিটি অফিসার জানান । তবে এই সংকটময় মুহূর্তে হাসপাতালে অক্সিজেন সিলিন্ডার পাওয়ায় তিনি উপজেলা চেয়ারম্যান এবিএম মোস্তাকিম কে অভিনন্দন জানান। এসময় উপস্থিত ছিলেন জাইকার উপজেলার ডেভেলপমেন্ট ফ্যাসিলিটি অফিসার দেবু বিশ্বাস আরএমও ডাঃদীপন বিশ্বাস, স্টোর কিপার এনামুল হক, সহকারী স্বাস্থ্য পরিদর্শক মোক্তারুজ্জামান স্বপনসহ আরও অনেকে।
Leave a Reply