আশাশুনি প্রতিনিধি : আশাশুনি সদর ইউনিয়নের আশাশুনি টু চাম্পাফুল কালিবাড়ি রোডের অতিবৃষ্টিতে গাছ পড়ে রাস্তা ভাঙ্গন এ যেন মরণ ফাঁদ । চরম দুর্ভোগে পথচারীরা। সরেজমিনে গিয়ে দেখা গেছে ব্যস্ততম রোড চাম্পাফুল আশাশুনি অতিবৃষ্টির কারণে গাছ পড়ে রাস্তার এক সাইডে ভাঙ্গনে পরিণত হয়েছে। স্থানীয় সূত্রে জানা গেছে গাছটি বৃষ্টিতে শিকড় নরম হয়ে পাশের মৎস্য ঘেরে ঢলে পড়ে এতে রাস্তা এক সাইড ভাঙ্গন দেখা দিয়েছে ব্যস্ততম রোডে মানুষ পথচারীরা চরম ভোগান্তিতে। আশাশুনি টু কালিবাড়ি থেকে কালিগঞ্জ শ্যমনগরসহ বিভিন্ন উপজেলার যোগাযেগের অন্যতম ও গুরুত্বপূর্ণ এ সড়কটি । অতি সত্তর সংস্কার না করলে যে কোন মুহুর্ত্বে বড় ধরনের বিপদের আশংখ্যা করছে এলাকার সুধিজন। এলাকার এক মাত্র যোগাযোগ এই সড়ক টি । অতি সত্তর সংস্কার না হলে বড় ধরনর ক্ষতির সম্মুখিন হতে হবে। এ অবস্থার প্রেক্ষিতে ঝুকিপূর্ণ অবস্থায় জনসাধারন সহ যানবহন চলাচল করছে।প্রত্যন্ত অঞ্চলের এ সড়কে আইন প্রয়োগের ব্যবস্থা না থাকায় কোন বাঁধা ছাড়াই অতিরিক্ত ভারী যানবাহন ওভারলোড নিয়ে চলাচল করে। ফলে ভারী যানবাহনের ওভারলোড নিতে না পেরে রাস্তাটি এক সাইটে এক থেকে দুই ইন্চি সড়ক দেবে গেছে গেছে। । তাই রাস্তা টি সংস্কারের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে আশু হস্তক্ষেপ কামনা করছে এলাকাবাসী।
Leave a Reply