হাকিকুল ইসলাম খোকন ,সিনিয়র প্রতিনিধি: বাংলাদেশের অন্যতম চিন্তক ও কথাসাহিত্যিক আহমদ ছফার স্মরণে ৩০ জুলাই ২০২২, শনিবার বাংলাদেশ জাতীয় জাদুঘরের বেগম সুফিয়া কামাল মিলনায়তনে সকাল ১০.৩০টায় এক স্মৃতিবক্তৃতার আয়োজন করেছে আহমদ ছফা রাষ্ট্রসভা ও এশীয় শিল্প ও সংস্কৃতি সভা। ২০তম এই স্মৃতিবক্তৃতার এবারের বক্তা তাহমিদাল জামি। বক্তৃতার শিরোনাম ‘আহমদ ছফা স্মৃতিবক্তৃতা: বাঙালি মুসলমান মনে রূপান্তর’।খবর বাপসনিউজ।
উল্লেখ্য, প্রতি বছরই আহমদ ছফার মৃত্যুবার্ষিকী উপলক্ষে এই স্মৃতিবক্তৃতার আয়োজন করা হয়। আহমদ ছফা বাংলা সাহিত্যের এক উজ্জ্বল নক্ষত্র। তিনি জন্মগ্রহণ করেন ১৯৪৩ সালের ৩০ জুন এবং মৃত্যুবরণ করেন ২০০১ সালের ২৮ জুলাই। ২০০২ সালে তাঁকে মরণোত্তর একুশে পদক দেওয়া হয়। প্রথাবিরোধী ও নির্মোহ এই লেখক ও ভাবুকের উল্লেখযোগ্য গ্রন্থগুলো হলো- ‘সূর্য তুমি সাথী’, ‘পুষ্প, বৃক্ষ এবং বিহঙ্গপুরাণ’, ‘অর্ধেক নারী অর্ধেক ঈশ্বরী’, ‘জাগ্রত বাংলাদেশ’ এবং ‘বুদ্ধিবৃত্তির নতুন বিন্যাস’।
Leave a Reply