মেহেদী হাসান মাছুম লক্ষ্মীপুর প্রতিনিধিঃ-লক্ষ্মীপুর জেলার রায়পুর উপজেলার ১০টি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পদে আওয়ামীলীগ প্রার্থী কেন্দ্রীয় যুব ও ক্রীড়া উপকমিটির ২বারের সদস্য ও জোট সরকারের আমলে ২১ মামলায় নির্যাতিত সাবেক তুখোড় ছাত্রলীগ নেতা হাওলাদার নূরে আলম জিকু দক্ষিণ চরআবাবিল ইউনিয়ন থেকে প্রধানমন্ত্রীর দেয়া নমিনেশনে চমক সৃষ্টি।
শুক্রবার সকালে ঢাকা থেকে রায়পুরে নিজ ইউনিয়নে ফেরার পথে ব্যাপক শোডাউন দিয়ে এলাকায় নিয়ে যায়। প্রায় ২ হাজার মোটর বাইকের শোভাযাত্রা আনন্দযাত্রায় পরিনত হয়।
রাস্তার দু’ধারে জনগন হাত নেড়ে শুভেচ্ছা জানান, দুপুরে জুম্মার নামাজ পড়ার আগে পিতা মাতার কবর যেয়ারতের মধ্য দিয়ে গনসংযোগ শুরু করেন।
মনোনয়ন পাওয়া হাওলাদার নুরে আলম জিকু সাংবাদিক ও গনমানুষের উদ্যেশ্যে বলেন, প্রধানমন্ত্রী শেষ বেলায় এসে আমাকে মূল্যায়ন করায় কেন্দ্রীয় আওয়ামীলীগ এর সাধারণ। সম্পাদক, যুব ও ক্রীড়া সম্পাদক, জেলা আওয়ামীলীগ সভাপতি ও সাধারণ সম্পাদক, উপজেলা আওয়ামীলীগ সভাপতি ও সাধারণ সম্পাদক সহ এলাকার নেতা – কর্মীদের ধন্যবাদ জানান। নির্বাচনে জয়লাভ করলে এলাকার উন্নয়নে সমষ্টিগত উন্নয়ন করা হবে জানান।
গত নির্বাচনে এই ইউনিয়নে নমিনেশন পেয়েছিলেন আওয়ামীলীগ থেকে নাছির উদ্দিন তবে এবারও দলের মনোনয়ন এর বাহিরে মনোনয়ন পত্র তুলেছেন বলে জানা যায়।
লক্ষ্মীপুর জেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম ফারুক পিংকু বলেন, তৃতীয় ধাপে রায়পুর ও রামগঞ্জের ২০ ইউনিয়নে ভোট হবে। আমরা সম্ভাব্য প্রার্থীদের তালিকা প্রস্তুত করে কেন্দ্রে পাঠিয়েছি। এরই মধ্যে তিনটি ইউনিয়নে তিনজন নারীকে মনোনয়ন দেওয়া হয়। তারা সবাই বর্তমান চেয়ারম্যান।আগামী ২৮ নভেম্বর এসব ইউনিয়নে নির্বাচন হবে
উল্লেখ্য,
উত্তর চর আবাবিল ইউনিয়ন থেকে সহিদ উল্লাহ বিএস সি, ২নং উত্তর চরবংশী থেকে আবুল হোসেন হাওলাদার, ৩নং চরমোহনা থেকে সফিক উদ্দিন পাঠান, সোনাপুর ইউনিয়ন থেকে ইউসুফ জালাল কিসমত,
চরপাতা ইউনিয়ন থেকে সুলতান মামুনুর রশিদ, কেরোয়া ইউনিয়ন থেকে শাহিনুর বেগম রেখা,বামনী ইউনিয়ন থেকে তোফাজ্জল হোসেন মুন্সী,দক্ষিণ চরবংশী থেকে আবু জাফর সালেহ মিন্টু ফরায়েজী, দক্ষিণ চর আবাবিল থেকে হাওলাদার নুরে আলম জিকু এবং রায়পুর ইউনিয়ন থেকে শফিউল আজম সুমন চৌধুরী নৌকা প্রতীকে আওয়ামীলীগ থেকে মনোনয়ন নিশ্চিত করেছেন।
নৌকা প্রতীক পাওয়া ১০ ইউপি চেয়ারম্যান এর মধ্যে ৮জনই রানিং ইউপি চেয়ারম্যান। এদের মধ্যে নৌকার বিরোধীতা করে উপজেলা চেয়ারম্যান নির্বাচন করায় দল থেকে অব্যহতি প্রাপ্ত ছিলেন বলেন জেলা আওয়ামীলীগ নেতৃবৃন্দ জানান।তবে তারাও এবার মনোনয়ন পেয়েছেন বলে জানান।
Leave a Reply