জয়নাল আবেদীন:আগামী আসন্ন ইউপি নির্বাচনে মহিলা আসনে ইউপি সদস্য পদপ্রার্থী লাইলি খাতুন । তিনি ফের নিজের প্রার্থিতা জানান দিয়ে ঝিকরগাছা উপজেলার ১০ নং শংকরপুর ইউনিয়নের সংরক্ষিত ৪ ৫ ও ৬ নং ওয়ার্ড (নায়ড়া সেকেন্দারকাটি)(রাজবাড়ীয়া) ও (উলাকোল) গ্রাম বাসির সকলের কাছে সমর্থন ও দোয়া প্রার্থনা কামনা করছেন।
লাইলি খাতুন জানান, ১০ নং শংকরপুর ইউনিয়নের সংরক্ষিত ৪ ৫ ও ৬ নং ওয়ার্ডে উন্নয়নের লক্ষ্যকে সামনে নিয়ে দারিদ্র মুক্ত, সু-শিক্ষাবান্ধব পরিবেশ, মাদক মুক্ত সমাজ, দুর্নীতিমুক্ত আদর্শ গ্রাম হিসাবে গড়ে তুলার প্রতিশ্রুতি নিয়ে আগামী ইউপি নির্বাচনে ফের মহিলা মেম্বার পদে প্রার্থী হয়েছি। এর জন্য আমি আমার গ্রামের সকল নাগরিক ভাই, বোন, পাড়া প্রতিবেশি সহ এই চার গ্রাম বাসির নিকট আবারও দোয়া ও সমর্থন কামনা করছি।
তিনি আরও বলেন, ৪ ৫ ও ৬ নং ওয়ার্ডের সকল ভোটারের নিকট আমার উদাত্ত আহ্বান, আমাকে আপনাদের সমর্থন দিয়ে পুনরায় আপনাদের পাশে থেকে ওয়ার্ডবাসী, ও মেহনতী মানুষের অধিকার আদায়ের লক্ষ্যে ঐক্যবদ্ধ হয়ে উন্নয়নের ধারাকে বাস্তবায়ন করার সুযোগ দিন।
Leave a Reply