কলকাতা থেকে নিউজ দাতা মনোয়ার ইমাম।।
পশ্চিম বাংলার ট্রেড কেলেঙ্কারির সাথে যুক্ত ও এস এস সি শিক্ষা নিয়োগে বেআইনি আর্থিক লেনদেন ফলে ইডির হাতে ধৃত পশ্চিম বাংলার তৃনমূল দলের মহাসচিব ও শিল্প মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের দিকে জুতো ছুড়লেন এক মহিলা। আজ যখন পার্থ চট্টোপাধ্যায় কে এবং তার সাথী অর্পিতা মুখোপাধ্যায় কে কলকাতার সি জি ও কমপ্লেক্স থেকে চিকিৎসার জন্য কলকাতার জোকার ই এস আই হাসপাতালে নিয়ে আসা হয়। এবং তাদের শারীরিক পরিক্ষার পর যখন ইডির হেফাজতে গাড়িতে তুলতে যায় ঠিক সেই সময় দক্ষিণ চব্বিশ পরগনা জেলার বিষ্ণুপুর থানার অন্তর্গত একটি মহিলা যায় নাম শুভ্রা ঘড়াই পশ্চিম বাংলার তৃনমূল দলের মহাসচিব ও পশ্চিম বাংলার সাবেক শিল্প মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় দেখে নিজের পায়ের জুতো খুলে ছুড়ে দেন পার্থ চট্টোপাধ্যায়ের দিকে। যদিও তার গায়ে লাগেনি। এই ঘটনার পর পশ্চিম বাংলার তৃনমূল দলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়ের নিরাপত্তা নিয়ে প্রশ্ন ওঠে। অন্যদিকে ঐ মহিলা শুভ্রা ঘড়াই বলেন লক্ষ লক্ষ কৃতকার্য ছাত্রদের বাদ দিয়ে টাকার বিনিময়ে অকৃতকার্য ছাত্র ও ছাত্রীদের নিয়োগ করা হয়েছে কোটি কোটি টাকার বিনিময়ে।হাজার ছাত্র ও ছাত্রীদের আজ পথে বসিয়েছে। এ ক্ষমার অধিকারী নয়। এর জুতো থেকে আরো কিছু করা উচিত। একে জুতো মেরে কোন অন্যায় করেন নি। লক্ষ লক্ষ টাকার সোনার গয়না ও কোটি টাকার ফ্লাট বাড়ি বানিয়েছে পশ্চিম বাংলার এই অপদার্থ মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের এর শাস্তি নিশ্চিত করতে হবে বলে জানান শুভ্রা ঘড়াই।।
Leave a Reply