কলারোয়া প্রতিনিধিঃ ১১ জুলাই ২০২২ অর্থাৎ ঈদুল আযহার পরের দিন হিজলদি মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণেএকটি ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। অত্র এলাকার যুব সমাজ, সুধীজন এবং চাকরিরত ব্যক্তিবর্গ অধ্যায়নরত শিক্ষার্থীবৃন্দ ও ব্যবসায়ীদের উদ্যোগে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে ।
উক্ত অনুষ্ঠানে বিভিন্ন ধরনের খেলাধুলা, যেমন, প্রীতি ভলিবল, ক্রিকেট টুর্নামেন্ট, হাড়ি ভাঙ্গা প্রভৃতি। সন্ধ্যায় খুলনা থেকে আগত ও স্থানীয় শিল্পীদের অংশগ্রহণে একটি মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান হয় । সার্বিক আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণে দায়িত্বে নিয়োজিত ছিল কলারোয়া থানা পুলিশ সদস্য বৃন্দ ও হিজলদি বি জি বি ক্যাম্পের সদস্য বৃন্দ । ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন, মোঃ জাকির হোসেন, সহকারি অধ্যাপক, ইংরেজি বিভাগ, যশোর সরকারি সিটি কলেজ। বক্তব্য দেন এবং বলেন,যুবসমাজকে মাদকের করাল গ্রাস থেকে মুক্ত রাখতে হবে। সাথে সাথে মাদক মুক্ত থাকার জন্য যুবসমাজকে আহবান করেন। সহকারী অধ্যাপক মোঃ জাকির হোসেনের এমন উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন এলাকাবাসী ও গণ্যামান্য ব্যাক্তিবর্গ।
Leave a Reply