নিজস্ব প্রতিবেদক কক্সবাজারের উখিয়ায় এক বিধবা মহিলাকে হামলা চালিয়ে রক্তাক্ত করেছে একদল দুর্বৃত্তরা। নিজের জমিতে ঘর তৈরি করতে গিয়ে উল্টো হামলার শিকার হন ফাতেমা আক্তার নামে এই বিধবা নারী। শনিবার (২৬ জুন) দুপুর ১২ টার সময় উখিয়া রাজাপালং ইউনিয়নের ৪নং ওয়ার্ড পশ্চিম ডিগলিয়াপাড়া এলাকায় এই ঘটনা ঘটে। ফাতেমা একই এলাকার মৃত ছৈয়দ কাশেমের স্ত্রী ছিলেন । দুর্বৃত্তদের হামলায় রক্তাক্ত ফাতেমাকে হাসপাতালে ভর্তি করা হয়। এই ঘটনায় ভুক্তভোগি পরিবারের পক্ষ থেকে থানায় এজাহার দায়ের করা হয়েছে। এলাকাবাসীর সূত্রে জানা যায় – ফাতেমা আক্তারের স্বামী ছৈয়দ কাশেম গত একবছর আগে প্রবাসে মারা যান। মারা যাওয়ার আগেই ছৈয়দ কাশেমের ভাইদের মধ্যে পৈত্রিক জমি ভাগাভাগি হয়। এতে যার জায়গা সে ভাগ করে নেন। স্বামীর মৃত্যুর ১ বছরপর স্ত্রী জমিতে ঘেরাবেড়া দিতে যান। ওই সময় তার দেবরসহ কয়েকজন ঝামেলা সৃষ্টি করেন । সর্বশেষ গত শনিবার (২৬ জুন) দুপুরে স্বামীর জমিতে ঘর তৈরি করতে যান ফাতেমা। ঘর তৈরির এক পর্যায়ে অতর্কিতভাবে ফাতেমাকে হামলা চালায় মির কাশেমের ছেলে মো. ইমরান, মৃত মির কাদির হোসনের ছেলে মো. আরফাত, মৃত হাজী মছন আলীর ছেলে মির কাশেম ও আমির কাশেম, মির কাশেমের স্ত্রী শাহিনা আক্তার, মির কাশেমের মেয়ে সুমি আক্তার, আবুল কাশেমের স্ত্রী হাসিনা বেগম ও মৃত হাজী মছন আলীর ছেলে মো. হাশেম। তাদের এলোপাতাড়ি হামলায় জখম হন ফাতেমা। এমনকি তাকে ব্যাপক মারধরও করে। ভুক্তভোগি ফাতেমা আক্তার বলেন- সবার মাঝে জমি ভাগ হয়েছে অনেক আগে। আমার স্বামী গত এক বছর আগে মারা যান। এরিমধ্যে জমিতে মাটি ভরাটও করা হয়। সর্বশেষ শনিবার (২৬ জুন) জমিতে ঘর তৈরি করতে গেলে অতর্কিতভাবে হামলায় করে একদল দৃর্বত্তরা । আমার জমিতে আমি ঘর তৈরি করতে গিয়ে উল্টো হামলার শিকার হয়েছি। হামলাকারীদের বিরুদ্ধে উখিয়া থানায় এজাহার দায়ের করার প্রস্তুতি চলছে বলে সাংবাদিকদের জানান।
Leave a Reply