সুমাইয়া আক্তার শিখা
স্টাফ রিপোর্টারঃ
কোরআন জঙ্গিবাদের উৎস নয়’ প্রবন্ধ সম্বলিত পত্রিকা ‘দৈনিক দেশেরপত্র’ বিক্রি করার সময় বাঁধা ও আক্রমণের খবর পাওয়া গেছে। আজ সকাল সাড়ে ৮ টার সময় কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার বারমাইল নফর পাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, আজ বুধবার সকাল সাড়ে ৮ টার দিকে ভেড়ামারা উপজেলার পশ্চিম বাহিরচর বারমাইল নফরপাড়ায় পত্রিকা বিক্রি করতে গেলে নফরপাড়া জামে মসজিদের ইমামের নেতৃত্বে ১৫-১৬ জনের একটি উগ্রবাদী ধর্মান্ধ সন্ত্রাসীদল পত্রিকা বিক্রয় কারীদের উপর দেশীয় অস্ত্র-শস্ত্র নিয়ে হামলা চালায়।
হামলা কারীরা হলেন, ওই এলাকার বাসিন্দা চরমোনাই পীরের অনুসারী নফরপাড়া জামে মসজিদের ইমাম মো. মতিন, জামায়াত কর্মী নাসির, মাসুদ, নাজিম উদ্দিন, মো. সবুজ, রকিবুল ইসলাম, নজু আলী, মো. মোমিন সহ অজ্ঞাত ৫/৭ জন। এ ঘটনায় তিন পত্রিকা বিক্রেতা আহত হন। আহতরা হলেন, ভেড়ামারা থানার বারমাইল মুন্সিপাড়ার আক্কাস মালিথার ছেলে আব্দুর রাজ্জাক (৩৪), আলিমুল ইসলামের ছেলে শান্তু আলী (১৯) ও রহমান মুন্সীর ছেলে সুমন (৩০)।
আহতদের প্রথমে ভেড়ামারা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়। শেষ খবর পাওয়া পর্যন্ত এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে।
এ বিষয়ে ভেড়ামারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মজিবুর রহমান জানান, ঘটনাটি জানার পর ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এখন পর্যন্ত এ ব্যপারে থানায় অভিযোগ দায়ের করা হয়নি। থানায় লিখিত অভিযোগ পাওয়ার পর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
Leave a Reply