তালহা জাহিদ, উজিরপুরঃ- দেশব্যাপী চলমান পরিস্থিতি নিয়ে শান্তি সম্প্রীতি বজায় রাখার জন্য বরিশালের উজিরপুরে বিশেষ আইন শৃঙ্খলা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ ২১ অক্টোবর বৃহস্পতিবার বেলা ১১ টায় উপজেলা পরিষদের সভা কক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রণতি বিশ্বাসের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আঃ মজিদ সিকদার বাচ্চু, উপজেলা আওয়ামীলীগের সভাপতি এস এম জামাল হোসেন, পৌর মেয়র ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ গিয়াস উদ্দিন বেপারি, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান অপূর্ব কুমার বাইন রন্টু, উজিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ আলী আর্শাদ, ইসলামিক ফাউণ্ডেশনের সুপারভাইজার জহিরুল ইসলাম সাগর, ইউপি চেয়ারম্যান এ্যাড. শহীদুল ইসলাম, বিএন খান কলেজের অধ্যক্ষ অশোক রায় চৌধুরি, উপজেলা ইমাম ঐক্য পরিষদের সভাপতি মাওলানা মোঃ নুরুল হক আজহারি, সাধারণ সম্পাদক মাওলানা মোঃ মোস্তাফিজুর রহমান, ইসলামিক ফাউণ্ডেশনের মর্ডান কেয়ারটেকার ইমাম মাওলানা মাসুম বিল্লাহ, প্রেসক্লাবের সভাপতি মহাসিন মিঞা লিটন, সাধারণ সম্পাদক মোঃ মিজানুর রহমান রনি প্রমুখ।
এসময় ৯ ইউপি চেয়ারম্যান সহ ইসলামিক ফাউণ্ডেশনের আওতাধীন সকল ইমামরা উপস্থিত ছিলেন। সভায় বক্তারা শান্তি সম্প্রীতি বজায় রাখার জন্য সকল মসজিদের ইমামদের সঠিকভাবে হাদিস কোরআনের আলোকে বয়ান করার জন্য আহব্বান করেন।
Leave a Reply