তালহা জাহিদ: বরিশাল জেলার উজিরপুর মডেল থানা অফিসার ইনচার্জ মোঃ আলী আরর্শাদ এর অঙ্গিকার মাদক মুক্ত উজিরপুর উপজেলা হবে সবার তারি ধারাবাহিকতায় গত ২৮ ডিসেম্বর চৌকস পুলিশ অফিসার এসআই কামাল হোসেন এর নেতৃত্বে এএসআই আলমগীর হোসেন, এএসআই মামুন হোসেন, এএসআই উজ্জ্বল কুমার পাল, এএসআই সজল,এএসআই নজরুল, এএসআই এমদাদ সহ সঙ্গীয় ফোর্সদের নিয়ে পৃথক,পৃথক দুটি স্থানে অভিযান পরিচালনা করেন।গোপন সংবাদের ভিত্তিতে জানতে পায় মাহার সাকিনন্দ জৈনক বাবুল হাওলাদার এর বাড়ির সামনে ইটের রাস্তার উপর কতিপয় ব্যক্তি মাদকদ্রব্য ক্রয়,বিক্রয় করিতেছেন। তখন উজিরপুর পৌরসভার মাহার ৮নং ওয়ার্ডের মাসুম বিল্লাহ (২৪) পিতা মোঃ নজরুল হক ঢালী তার পরিহিত প্যান্টের সামনের ডান পাশে সাদা পলিথিনে মোড়ানো ৮০(আশি) পিছ ইয়াবা ট্যাবলেট এবং অপর আসামি মোঃ রানা রাড়ী(২২)পিতা মোঃ বাবুল রাড়ী গ্রাম পরমানন্দশাহ তাহার নিকট কাঁধে থাকা কলেজ ব্যাগের মধ্যে সাদা একটি প্লাস্টিকের বাজার ব্যাগে রক্ষিত ৬৭৫(ছয়শত পঁচাত্তর) গ্রাম গাঁজা সহকারে গ্রেফতার করেন। ১নং আসামি মোঃ মাসুম বিল্লাহ এর নামে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৩৬(১)সরনির ১০(ক) ধারা অপর আসামি মোঃ রানা রাড়ী এর বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৩৬(১) সারনির ১৯(ক)ধারায় অপরাধ জনিত মামলা রজু করে জেল হাজতে প্রেরন করেন।
Leave a Reply