গৌরনদী প্রতিনিধি ॥ “নারী ও শিশু নির্যাতন এবং বাল্যবিবাহের কোন ক্ষমা নেই” শ্লোগানকে সামনে রেখে বাল্যবিবাহ, নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে উজিরপুর উপজেলা প্লাটফরমের শেয়ারিং সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার সকালে স্থানীয় বিআরডিবি’র হলরুমে স্বেচ্ছাসেবী উন্নয়ন সংস্থা আভাস, রুপান্তর ও রাইটস্ যশোর এর যৌথ আয়োজনে ইউএসএআইডি এবং ইউকেএইডের যৌথ অর্থায়নে এবং কাউন্টারপার্ট ইন্টারন্যাশন্যালের সহযোগিতায় অনুষ্ঠিত সভায় উজিরপুর উপজেলা নারী ভাইস চেয়ারম্যান ও উপজেলা নারী নির্যাতন প্রতিরোধ প্লাটফরমের সভাপতি সীমা রানী শীল’র সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোঃ আকরাম হোসেন হাওলাদার, এইড’র নির্বাহী পরিচালক প্রেমানন্দ ঘরামী, রূপান্তরের প্রকল্প কর্মকর্তা অসীম আনন্দ দাস, উপজেলা নারী নির্যাতন প্রতিরোধ প্লাটফরমের সহ-সভাপতি মোঃ জাহাঙ্গীর হোসেন বাচ্চু, আভাসের প্রজেক্ট অফিসার নাসরিন খানম, নারী কাউন্সেলর মোসাঃ সামচুননাহার, উজিরপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি আঃ রহিম, শিক্ষক নমিতা সিকদার মালা, উন্নয়ন কর্মী সুলতা রানী প্রমুখ।
Leave a Reply