তালহা জাহিদ(উজিরপুর): বরিশাল জেলার উজিরপুরে সরকারি বি ডব্লিউ ইউনিয়ন মডেল ইনশস্টিটিউশন মাঠ প্রাঙ্গণে আজ ১১ সেপ্টেম্বর শনিবার বিকাল সাড়ে চারটার সময় উজিরপুর পৌর ফুটবল লীগ ২০২১ এর শুভ উদ্বোধন করেন বার বার নির্বাচিত পৌর মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ গিয়াস উদ্দিন বেপারি।
অনুষ্ঠানে শামসুল হক সিকদার এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উজিরপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আঃ মজিদ সিকদার বাচ্চু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি এস এম জামাল হোসেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান অপূর্ব কুমার বাইন রন্টু, উজিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ আলী আর্শাদ, সরকারি বি ডাব্লিউ ইউনিয়ন মডেল ইনস্টিটিউশন এর প্রধান শিক্ষক শাহ্ আলম’সহ প্রমূখ।
এসময়ে উপস্থিত অতিথিবৃন্দ বলেন, মানসিক বিকাশে পড়াশোনার পাশাপাশি খেলাধুলার প্রয়োজনীয়তা ব্যাপক। মাদক থেকে দূরে থাকতে খেলাধুলার বিকল্প নেই। তাই আচরন বিধি মেনে উৎসব মুখর পরিবেশে একটি নিরপেক্ষ খেলা উপহার দিতে সকলের সকলের অংশ গ্রহণ কামনা করেন।
Leave a Reply