তালহা জাহিদ(বরিশাল): বরিশাল জেলার উজিরপুর ইসলাদী টোল প্লাজায় রোজ মঙ্গলবার ০৩ আগস্ট সকাল ১১.৩০ ঘটিকার সময় উজিরপুর থানাদীন ঢাকা-বরিশাল হাইওয়ে রোডের উপর ইসলাদি টোল প্লাজার নিকট বরিশাল র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন(৮) সদস্যরা একটি আম ভর্তি পিকআপ গাড়ি যাহার নাম্বার ঢাকা মেট্রো – ন ২০-০২৯২ আটক করেন। গাড়িটি চাঁপাইনবাবগঞ্জ জেলার কানসাট থেকে আম ভর্তি করে নিয়ে আসেন বলে ড্রাইভার জানান। ওই আম পটুয়াখালী জেলার সদরে নিয়া নুরুজ্জামানের আড়তে পৌঁছে দেওয়ার কথা ছিল বলে জানা গিয়েছে। প্রাথমিকভাবে গাড়িতে তল্লাশি করে ফেনসিডিল পাওয়ার পরে গাড়িটি আটক করেন। গাড়িটি তল্লাশি করে ৪৪৫ বোতল মাদকদ্রব্য ফেনসিডিল উদ্ধার করেন র্যাব ৮ সদস্যরা। গাড়ির ড্রাইভার ১. মোঃ আফজাল হোসেন (৫০), পিতা- ইসমাইল হোসেন, সাং- রাধানগর, ২. গাড়ির হেল্পার রঞ্জু হোসেন (৩৫) পিতা মোঃ তাজউদ্দীন কাশিনাথপুর চরপাড়া, উভয় থানা- পাবনা ,জেলা- পাবনা। তাদের আটক করে বরিশাল র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ান অফিসে নিয়ে যাওয়া হয় বলে জানা যায়। এব্যাপারে মাদক দ্রব্য আইনে একটি মামলা রুজু হয়েছে।
Leave a Reply