তালহা জাহিদঃ- বরিশাল জেলার উজিরপুর উপজেলারে নানা কর্মসূচির মধ্যদিয়ে পালিত হচ্ছে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালি, স্বাধীনতার স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬ তম শাহাদাতবার্ষিকী ও জাতীয় শোকদিবস।
আজ ১৫ আগস্ট রবিবার সকাল ৭টায় উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের আয়োজনে পার্টি অফিসে উপজেলা ও ইউনিয়ন আওয়ামী লীগের নেতাকর্মীদের উপস্থিতিতে জাতীয় সংগীতের সাথে সাথে জাতীয় পতাকা উত্তোলন এবং জাতীয় পতাকার প্রতি সম্মান প্রদর্শন। পরে হাজার বছরের শেষ্ঠ বাংঙ্গালী মহান স্বাধীনতার স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর প্রতিকৃতিতে পুস্প স্থাপক অর্পন করেন। পরে সকলে আ’লীগ পার্টি অফিস থেকে র্যালী করে উপজেলা পরিষদ চত্বরে এসে পৌছলে, দলীয় কর্মসূচীর সাথে সাথে উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত অনুষ্ঠানে, উপজেলা পরিষদ, উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠন, পৌরসভা, উজিরপুর মডেল থানা, উজিরপুর প্রেসক্লাব, সকল শিক্ষা প্রতিষ্ঠান, উজিরপুর ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্স’, সাংস্কৃতিক সংগঠন, সুশীল সমাজ, জনসাধারণ’সহ সরকারি বেসরকারি সকল দপ্তরের সমন্বয়ে শুরুতে উপজেলা চত্বরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ভাস্কর্যে পুস্তক স্তবক অর্পন ও আলোচনা সভার আয়োজন করা হয়।
এসময়ে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল মজিদ সিকদার বাচ্চু, উপজেলা আওয়ামী লীগ সভাপতি এস এম জামাল হোসেন, উপজেলা আওয়ামী লীগের সাবেক সিনিয়র সহ সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান মোঃ হাফিজুর রহমান ইকবাল, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র গিয়াস উদ্দিন বেপারি, উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রনতী বিশ্বাস, নির্বাহী ম্যাজিস্ট্রেট (ভূমি) জয়দেব চক্রবর্তী, উজিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ আলী আর্শাদ, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান অপূর্ণ কুমার বাইন রন্টু, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান সীমা রাণী শীল, উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি অশোক কুমার হালদার, সহ সভাপতি আবদুল হাকিম সেরনিয়াবাত, প্যানেল মেয়র ও আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব মোঃ হেমায়েত উদ্দিন হিমু, ওটরা ইউনিয়ন চেয়ারম্যান ও ওটরা ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি বীর মুক্তিযোদ্ধ এম এ খালেক রাড়ী, বরাকোঠা ইউনিয়ন চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক এ্যাড. শহিদুল ইসলাম মৃধা, হারতা ইউনিয়ন চেয়ারম্যান ডাঃ হরেন রায়, সাতলা ইউনিয়ন চেয়ারম্যান মোঃ শাহীন হাওলাদার, জল্লা ইউনিয়ন চেয়ারম্যান বেবি রাণী হালদার, শোলক ইউনিয়ন চেয়ারম্যান ডাঃ হালিম সরদার, শিকারপুর ইউনিয়ন চেয়ারম্যান মোঃ সরোয়ার হোসেন, গুঠিয়া ইউনিয়ন চেয়ারম্যান ডাঃ দেলোয়ার হোসেন, বামরাইল ইউনিয়ন চেয়ারম্যান মোঃ ইউসুফ হাওলাদার, উপজেলা আওয়ামী লীগের সাবেক সহ সভাপতি ও সাবেক ওটরা ইউনিয়ন চেয়ারম্যান অধ্যক্ষ আলহাজ্ব মোঃ শাহাদাত হোসেন, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোঃ রিয়াজুল ইসলাম রিয়ন, উপজেলা আওয়ামী সেচ্ছাসেবক লীগের সভাপতি মোঃ কামাল হোসেন সবুজ, সাতলা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইদ্রিস সরদার, শোলক ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কুদ্দুস ফকির, , বামরাইল ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বাবু গৌরাঙ্গ লাল কর্মকার, হারতা ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি বাবু সুনীল কুমার বিশ্বাস, উপজেলা শ্রমিক লীগের যুগ্ম আহবায়ক শিপন মোল্লা, শিকারপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান কালাম সরদার, উজিরপুর উপজেলার আওয়ামী যুবলীগের সাংগঠনিক সম্পাদক ও সাতলা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান খায়রুল বাশার লিটন, উপজেলা ছাত্রলীগের সভাপতি বাবু অসীম ঘরামী, সাধারণ সম্পাদক জালিছ মাহমুদ শাওন, ‘সহ উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের ত্রীনমূলের নেত্রীবৃন্দ, সাংবাদিকবৃন্দ, ইউপি সদস্যবৃন্দ ও কাউন্সিলরবৃন্দ।
১৫ আগষ্ট জাতীয় শোক দিবস- ২০২১ উপলক্ষে সেদিনের কাল রাতের কথা তুলে ধরে, — ১৯৭৫ সালের ১৫ আগষ্টের কালরাতে ঘাতকের হাতে নিহত হন বাঙালি জাতির অবিসংবাদিত নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, বঙ্গবন্ধুর স্ত্রী বঙ্গমাতা শেখ ফজিলাতুননেছা, পুত্র শেখ কামাল, শেখ জামাল, শেখ রাসেল, শেখ কামালের স্ত্রী সুলতানা কামাল, জামালের স্ত্রী রোজী জামাল, বঙ্গবন্ধুর ভাই শেখ নাসের, এসবি অফিসার সিদ্দিকুর রহমান, কর্ণেল জামিল, সেনা সদস্য সৈয়দ মাহবুবুল হক, প্রায় একই সময়ে ঘাতকরা বঙ্গবন্ধুর ভাগ্নে যুবলীগ নেতা শেখ ফজলুল হক মণির বাসায় হামলা চালিয়ে শেখ ফজলুল হক মণি, তাঁর অন্ত:সত্তা স্ত্রী আরজু মণি, বঙ্গবন্ধুর ভগ্নিপতি আবদুর রব সেরনিয়াতের বাসায় হামলা করে সেরনিয়াবাত ও তার কন্যা বেবী, পুত্র আরিফ সেরনিয়াবাত, নাতি সুকান্ত বাবু, আবদুর রব সেরনিয়াবাতের বড় ভাইয়ের ছেলে সজীব সেরনিয়াবাত এবং এক আত্মীয় বেন্টু খান’সহ সকল মৃত্যুঞ্জয়ী শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জ্ঞাপন করেন। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৬ তম শাহাদাৎ বার্ষিকি ‘সহ সকল শহিদদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া মোনাজাত করা হয়।’
সেসময় অতিথিদ্বয় বক্তব্যে বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বপ্নকে বাস্তবায়নে মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে শোককে শক্তিতে রুপান্তরিত করে, দেশ আজ সংসম্পন্ন রুপে দাড়িয়েছে, বিশেষ করে বঙ্গবন্ধুর ভাগ্নে, দক্ষিণ অঞ্চলের রাজনৈতিক অভিভাবক, বরিশাল জেলা আওয়ামী লীগের সংগ্রামী সভাপতি, আলহাজ্ব আবুল হাসানাত আবদুল্লাহ্’র দিক নির্দেশনায় ও প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার ভ্যানগার্ড, (উজিরপুর- বানারীপাড়া) বরিশাল ২ আসনের মাননীয় সংসদ সদস্য, বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক সভাপতি, নব্বইয়ের গন আন্দোলনের মুখপাত্র জননেতা আলহাজ্ব মোঃ শাহে আলম ‘সহ উপজেলা আওয়ামী লীগের এর প্রচেষ্টায় উন্নয়ন করা সম্ভব হয়েছে। পাশাপাশি করোনা কালিন সময়ে প্রত্যাকটি অসহায় পরিবারে খাদ্যের নিশ্চয়তা দিতে সক্ষম হয়েছে। এতে ভূয়সী প্রশংসাও কুড়ান জনসাধারণের কাছ থেকে।’
Leave a Reply