তালহা জাহিদ, উজিরপুরঃ- উজিরপুর প্রেসক্লাবের সাবেক সাধারন সম্পাদক নাসির উদ্দিন বালী(৪৫) দীর্ঘ দিন রোগে ভুগে আজ ২০ অক্টোবর বুধবার সকাল সাড়ে ৮ টায় বরিশাল একটি বেসরকারী কিডনী হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন। (ইন্না লিল্লাহি— রাজেউন)! আমরা মরহুমের আত্মার মাগফিরাত কামনা করি। তার জানাযার নামাজ আজ আছরবাদ পৌরসভার বাইতুল নুর জামে মসজিদের ময়দানে অনুষ্ঠিত হবে।
Leave a Reply