তালহা জাহিদ( উজিরপুর): উজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আজ ২৩ সেপ্টেম্বর বৃহস্পতিবার রোগীদের জন্য অক্সিজেন পাওয়ার প্লান্ট এর শুভ উদ্বোধন করা হয়।
শুভ উদ্বোধনে উপস্থিত ছিলেন উজিরপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান আঃ মজিদ সিকদার বাচ্চু ও উপজেলা নির্বাহী অফিসার প্রণতি বিশ্বাস।
এসময়ে আরো উপস্থিত ছিলেন, উজিরপুর উপজেলা আওয়ামীলীগের সভাপতি এসএম জামাল হোসেন, পৌর মেয়র ও উজিরপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ গিয়াস উদ্দিন বেপারী, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কর্মকর্তা ডাঃ মোঃ শওকত আলী রাজিব, প্যানেল মেয়র ও উপজেলা আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক মোঃ হেমায়েত উদ্দিন হিমু, শিকারপুর ইউনিয়ন চেয়ারম্যান মোঃ সরোয়ার হোসেন, সাবেক চেয়ারম্যান মোঃ কালাম সরদার, উপজেলা ছাত্রলীগের সভাপতি বাবু অসীম ঘরামী’সহ কাউন্সিলরবৃন্দ সহ আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ ও সাংবাদিকবৃন্দ ‘সহ প্রমূখ ।
এব্যাপারে আনোয়ার নামে একজ রোগী বলেন, সরকারের এমন সিদ্ধান্তে ও বাস্তবায়নে উজিরপুর উপজেলাবাসী অতন্ত আনন্দিত। এতে মুমূর্ষু রোগীর ক্ষেত্রে অক্সিজেন নিশ্চিত করা সম্ভব হবে। এছাড়াও এব্যাপারে সুশীল সমাজের পক্ষ থেকে একাধিকজন এই প্রকল্পের আওতাধীন সকলকে সাধুবাদ জানান।’
Leave a Reply