উজিরপুরঃ- করোনা মহামারি মোকাবিলায় সরকারি উদ্যোগে সমগ্র বাংলাদেশের ন্যায়ে বরিশালের উজিরপুর উপজেলায় গন টিকা কার্যক্রমে আজ ৭ আগষ্ট শনিবার (বামরাইল, শিকারপুর, বরাকোঠা, শোলক, ওটরা, জল্লা) ৬টি ইউনিয়নের স্ব স্ব গণ টিকা কেন্দ্রে জনসাধারণের সার্বিক সেবা প্রদানে সেচ্ছাসেবক হিসাবে একযোগে কাজ করেছে উজিরপুর যুব রেড ক্রিসেন্ট।
উজিরপুর যুব রেড ক্রিসেন্ট এর এক ঝাঁক মানব সেবী তরুণ। উজিরপুর যুব রেড ক্রিসেন্ট দলনেতা সাইদুর রহমান (জিদনী) বলেন, আমাদের সেচ্ছাসেবীরা দেশের করোনা’সহ সকল দুর্যোগে বির্পযয়ে মানুষের পাশে ছিলো আছে এবং থাকবে। আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি, আমাদের সেচ্ছাসেবী RCY’দের প্রতি- ওমর ফারুক, ছিয়াম আহাম্মেদ, রায়হান মিয়া , হাছিব, আল আমিন, কিবরিয়া আকন, শান্ত মোল্লা, হাছান বালী, এবং জুবায়ের শিহাব, যার নিরলস ভাবে কাজ করে যাচ্ছে মানুষের স্বার্থে। এই সেচ্ছাসেবীরা মানুষের ভালোবাসা নিয়ে এগিয়ে যাবে বহু দূর।
Leave a Reply