কলারোয়া প্রতিনিধিঃ কলারোয়া উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের আয়োজনে এবং আমাদের কলারোয়া প্রকল্প ও ঢাকা আহছানিয়া মিশনের সহযোগিতায় “শিক্ষা প্রতিষ্ঠানে ওয়াশ কার্যক্রমে শিক্ষকদের ভূমিকা ও ওয়াশ ফান্ড বিষয়ক কর্মশালা” অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার বেলা ১১ টায় কলারোয়া উপজেলা ম্যধ্যমিক শিক্ষা অফিসারের অফিস রুমে আয়োজিত অনুষ্ঠানে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুল হামিদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কলারোয়া পৌর মেয়র প্রধান শিক্ষক মোঃ মনিরুজ্জামান বুলবুল, কলারোয়া পৌরসভা উপ সহকারী প্রকৌশলী (বিদ্যুৎ) এস,এম, সোহরাওয়ার্দী হোসেন, প্রধান শিক্ষক মোঃ আমানুল্লাহ আমান,প্রধান শিক্ষক বদরুজ্জামান বিল্পব, শেখ রাশেদুল হাসান কামরুল, প্রধান শিক্ষক রুহুল আমিন, সহকারী শিক্ষক শেখ শাহাজাহান আলি শাহিন, নাজনীন হাসিনা, সহকারী সুপার মোঃ আয়নুদ্দীন আহমেদ, সাংবাদিক কে,এম আনিছুর রহমান,
সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ঢাকা আহছানিয়া মিশনের প্রকল্প ব্যবস্থাপক, মোঃ আয়ুব আলী। অনুষ্ঠানের তত্ত্বাবধানে ছিলেন ঢাকা আহছানিয়া মিশনের ফিল্ড অর্গানাইজার সোহেল হোসেন বাবু। প্রধান অতিথি বলেন, পৌরসভার সকল শিক্ষা প্রতিষ্ঠানে সুপেয় পানির ব্যবস্থা করার দিকে ঢাকা আহছানিয়া মিশনের নিকট আহবান করেন। এছাড়া পৌরসভার নিজস্ব অর্থায়ানে পৌরবাসী কে সুপেয় ও নিরাপদ পানি সরবরাহ করা হচ্ছে। পর্যায় ক্রমে পানি সরবরাহ বাড়ানো হবে। এবং ডেঙ্গু ও করোনা প্রতিরোধে পরিষ্কার -পরিছন্নতার অভিযান ও মশা নিধন স্প্রে চলমান থাকবে। সভাপতি আঃ হামিদ স্যার বলেন, যে সকল শিক্ষা প্রতিষ্ঠান ঢাকা আহছানিয়া মিশনের দেওয়া ডিভাইস ও ওয়াশরুম পরিষ্কার করাসহ, ওয়াশ ফান্ড চালু রাখা ও খোলা, এবং পৌরসভা থেকে পানি পরীক্ষা করার তাগিদ দেন। আরোও বলেন,প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে “সততা ষ্টোর ” খোলা হবে অচিরেই।
Leave a Reply