মাইনুল হক সুনামগঞ্জঃ
শারদীয় দুর্গোৎসব উপলক্ষে হিন্দু ধর্মাবলম্বীদের শুভেচ্ছা জানিয়েছেন, সুনামগঞ্জ সদর উপজেলা ভাইস চেয়ারম্যান এডভোকেট আবুল হোসেন। ধর্মীয় উৎসবের দুটি দিক। একটি শাস্ত্রীয় আনুষ্ঠানিকতা, প্রার্থনা প্রভৃতি। আরেকটি সামাজিক দিক। শাস্ত্রীয় আনুষ্ঠানিকতা শুধু ধর্মাবলম্বী ভক্তদের জন্য। কিন্তু উৎসবের সামাজিক–সাংস্কৃতিক দিকটি খুব বড়। সেটা ধর্মবর্ণ–নির্বিশেষে সবার জন্য।
আমাদের সংবিধানে সকল ধর্ম ও বর্ণের মানুষের সমান অধিকার সুনিশ্চিত করা হয়েছে। সকলে মিলে যুদ্ধ করে বাংলাদেশ স্বাধীন করেছি। তাই এই দেশ আমাদের সকলের। বাংলাদেশ ধর্ম-বর্ণ নির্বিশেষে সকল মানুষের নিরাপদ আবাসভূমি।উৎসবে শামিল হতে সবাইকে আহ্বান জানিয়ে এডভোকেট আবুল হোসেন বলেন, “ধর্ম যার যার, উৎসব সবার – এ মন্ত্রে উজ্জীবিত হয়ে আমরা সবাই একসঙ্গে উৎসব পালন করব।
এডভোকেট আবুল হোসেন বলেন, আসুন মহান মুক্তিযু্দ্ধের চেতনায় উদ্বুদ্ধ হয়ে সাম্প্রদায়িক সম্প্রীতির বন্ধন অটুট রেখে আমরা ঐক্যবদ্ধভাবে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ক্ষুধা-দারিদ্রমুক্ত ও সুখী-সমৃদ্ধ স্বপ্নের সোনার বাংলাদেশ গড়ে তুলি।
তিনি আরো বলেন, ধর্ম যার যার উৎসব সবার এই প্রতিপাদ্যে আমরা সম্মেলিত প্রচেষ্টা চালিয়ে সুনামগঞ্জ জেলাকে একটি শান্তির নীড় হিসেবে গড়ে তুলবো। সাংবাদিকরাই পারে তাদের লেখনির মাধ্যমে এলাকার শান্তি-শৃঙ্খলা সহ দেশের উন্নয়নের দিকে এগিয়ে নেয়া। তাই এই এলাকার উন্নয়ন তরান্বিত করতে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। সাম্প্রদায়িক-সম্প্রীতি অক্ষুন্ন রাখা সহ এলাকার সার্বিক উন্নয়নে সাংবাদিক সমাজের সহযোগিতা কামনা করেছেন সুনামগঞ্জ সদর উপজেলা ভাইস চেয়ারম্যান এডভোকেট আবুল হোসেন ।
Leave a Reply