বিশেষ প্রতিনিধিঃ
কক্সবাজারের টেকনাফ সদরের দক্ষিণ ডেইলপাড়ায় অভিযান চালিয়ে ইয়াবা,স্বর্ণ ও টাকাসহ দুইজন মাদক কারবারীকে আটক করেছে টেকনাফ মডেল থানা পুলিশ।
রবিবার (২ আগস্ট) রাত ৩ টার দিকে
টেকনাফ মডেল থানা পুলিশের একটি চৌকষ টিম টেকনাফের দক্ষিণ ডেইলপাড়ায় অভিযান চালিয়ে ওই এলাকার এলাকার কালু মিয়ার ছেলে মোঃ হোসেন ও তার স্ত্রী হামিদা খাতুনকে ৩২ হাজার পিস ইয়াবা, ১১ আনা স্বর্ণ, ইয়াবা বিক্রির নগদ ২৫ হাজার টাকা ও দুইটি মোবাইল ফোন সহ আটক করে।
এ ব্যাপারে আটককৃতদের বিরুদ্ধে পুলিশ বাদী হয়ে টেকনাফ থানায় সংশ্লিষ্ট আইনে পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছে বলে জানান, টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি)।।
Leave a Reply