মোজাম্মেল হক লিটন, নোয়াখালী প্রতিনিধিঃ গতকাল সকালে কচুয়া আহমদিয়া ফাযিল ডিগ্রী মাদ্রাসায় স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী উপহার দিচ্ছেন বাংলাদেশ মানবাধিকার কমিশন ও জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন নোয়াখালী জেলা সভাপতি সাংবাদিক মোঃ গোলাম সারোয়ার জুয়েল।অধ্যক্ষ আজাদ হোসেন ভূঁইয়ার অনুপস্থিতিতে এই উপহার সামগ্রী গ্রহণ করেছেন অত্র মাদ্রাসার সহযোগী অধ্যাপক কামরুল হাসান রাশেদ। এই সময় উপস্থিত ছিলেন অত্র মাদ্রাসার সহযোগী অধ্যাপক মাওলানা শাহ আলম, প্রভাষক মোঃ কামাল হোসেন, মাওলানা ওসমান গনি, মাওলানা ইসমাইল হোসেন, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক মোস্তাফিজুর রহমান প্রমূখ। এই সময় সাংবাদিক মোঃ গোলাম সারোয়ার জুয়েল বলেন করোনা মহামারী পরিস্থিতিতে স্বাস্থ্যবিধি মেনে সকল ছাত্রছাত্রী ও শিক্ষকবৃন্দের উপস্থিতির কথা চিন্তা করে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ন্যায় অত্র মাদ্রাসায় এই উপহার দেওয়া হয়। আগামীতেও বিভিন্ন প্রয়োজনে তিনি এই মাদ্রাসায় সহযোগিতার প্রতিশ্রুতি দেন।
Leave a Reply