সাতক্ষীরা জেলা প্রতিনিধিঃ ২৭জুলাই মঙ্গলবার সকাল থেকে অভিযান পরিচালিত হয়েছে। উক্ত অভিযানে উপস্থিত থেকে পরিচালনা করেন, সাতক্ষীরা জেলার পুলিশ সুপার জনাব মোহাম্মদ মোস্তাফিজুর রহমান পিপিএম (বার) ও দিক-নির্দেশনায় সাতক্ষীরা সদর থানার বিভিন্ন জায়গায় কঠোর লক-ডাউন বাস্তবায়নের লক্ষে বিশেষ অভিযান পরিচালনা করেন, অতিরিক্ত পুলিশ সুপার ( প্রশাসন ও অপরাধ) জনাব মোঃ সজীব এবং অতিরিক্ত অতিরিক্ত পুলিশ সুপার (সদর) জনাব মোঃ ইকবাল হোসেন মহোদয়। কোভিড-১৯ রোধে ঘরের বাহিরে না যাওয়া এবং জরুরী প্রয়োজনে সরকারী নির্দেশনা মেনে বাহির হওয়ার জন্য বলা হয়। এসময় জনসাধারণকে মাস্ক পরা ও স্বাস্থ্যবিধি মানা এবং সরকার ঘোষিত কঠোর লক-ডাউন বাস্তবায়নে সাতক্ষীরা জেলা পুলিশকে সহযোগিতা করতে বলা হয়।
Leave a Reply