লেখকঃ সুমাইয়া আক্তার শিখা
কবি আমি নয় কিন্তু
কবিতা লিখে চলি
কবিতার তুলিতে নীরবে নিভৃতে
মনের না বলা কথা বলি।
আমার ও নাকি ভক্ত আছে
অনেক অনেক জন
দূর হতে আশীর্বাদ করে
করেছে অতি আপন।
কবিতা দিয়ে চেনা জানা
হয়নি কখনো কথা
আমার দুখে তবুও তারা
মনে পায় সমব্যথা।
ইনবক্সে ও বলিনি কথা
সময় সুযোগের অভাবে
প্রশ্ন উত্তর কিছুই হয়নি
কতো কতো ভক্তের জবাবে।
ভক্তের অনুভূতি বুঝে থাকি সদা
ইনবক্স আর কমেন্টে
কতো কতো জন আছে আবার
অদেখা অনুভূতিতে।
কতো কতো জন আছে আবার
আমায় দেখতে চায়
অন্যজনে খবর দিয়ে
আমাকে জানায়!!
কবিতা হতে একটু দূরে গেলে
ভক্তরা আমায় খোঁজে
সমস্যা আমার হয়েছে কিছুটা
সেটা ও নাকি বোঝে!
ভক্ত আমার যত আছে
সবাইকে সালাম
ভক্তের অনুরোধে মুক্ত মনে
এই কবিতা লিখলাম।
ভক্ত আমায় প্রশ্ন করে
প্রতিদিন নয় কেন কবিতা?
উত্তরে সাদরে বলি
থাকে আমার কতো ব্যস্ততা।
সময় সুযোগ থাকলে সদা
আনমনে লিখে চলি
কতো কতো জনের মনের কথা
ছন্দে ছন্দে বলি।
Leave a Reply