লেখিকাঃ সাংবাদিক সুমাইয়া আক্তার শিখা
আমি আমার মাঝে খুঁজি আমাকে
সব সুর জমাট বাঁধে আত্মার গভীরে ,
চিন্তার অচিনপুরে ইচ্ছার জলসায়
ভীতি-প্রীতির দোলা লাগে বিশ্বাসের মোহনায় ।
আমি কি মানুষ?
নাকি ভুত এর কোন বংশ?
আমাকে কি দেখতে মানুষের মত?
এই পথিক ভাই।
একটু দাড়াও তো একটা প্রশ্ন ছিল।
বুকে একটা ব্যাথা ছিল।
বলবে কি আমি কে?
তবে লোকে কেন বলে?
আমাকে মানুষের মত মানুষ হতে।
তাহলে কি আমি মানুষ না?
আমি নিশ্চয় অমানুষ নই?
আমি চুরি করি না দেশের সম্পদ।
আমি ট্রেনের টিকেট ছাড়া ভ্রমন করিনা।
অনেক সাধু
বি এ ‘এম এ
এম এস সি দিয়েছে বিশ্ববিদ্যালয় থেকে
সেও তো উৎকোচ নেয়।
বাম হাত বাড়িয়ে দেয় টেবিলের নিচে।
আমি তো সেরকম নই।
তবে আমি নিশ্চই ভুত।
যে ভুত লোকালয়ে দেখা যায়।
লৌকিক এক অমানুষ ।
তবে একটা প্রশ্নের উত্তর দাও।
আমি কে?
আমি যদি মানুষ হই।
তবে অন্য সবার মত
আমার স্বপ্নরা কোথায়?
কোথায় ঐসব কিছু যা তোমাদের আছে
আমাকেই কেন বার বার
চেষ্টা করতে হয় মানুষ হবার?
মানুষ হওয়ার নানান তরিকা।
বাতলে দেয় মানুষরুপী মানুষগুলো,
বাতলে দেয় নানান নিয়ম ।
নিয়মের বেড়াজালে বন্দি জীবন।
মানুষ রুপি মুখোস চারদিকে ভাসে
তাদের জীবনে কি কোন অনিয়ম নেই?
তারা কি সবাই ফেরেস্তা?
নাকি নিয়মের তৈরি রোবট?
তাদের যখন ভুল হয়
তারা মোরে অমর বাণী শোনায়।
মানুষের ই তো ভুল হয়।
ভুল হওয়াটা স্বাভাবিক।
আমার জন্যই ব্যাতিক্রম নিয়ম।
আমি তাদের মত মানুষ নই।
মানুষ যদি হতাম ।
তবে তাদের সব আইন।
তাদের সকল সুবিদে
ভোগ করতে পারতাম আমিও।
আমি তো কিছুই করি না।
কারন আমার মানুষের মুখোস নাই।
আমি ও আমি প্লিজ একটু বলে দাও আসলে আমি কে?
Leave a Reply