লেখকঃ সাংবাদিক সুমাইয়া আক্তার শিখা
মাগো…
তুমি এসেছো তাই
আলোকিত হয়েছে এ ভুবন,
জন্মেছি আমি তোমার কোলে
ধন্য হয়েছে জীবন ।
শত জনমেও তোমাকেই
যেনো বারবার ফিরে পাই,
পরকালেও আমি শুধু
‘মা’ তোমাকেই চাই ।
তুমি নেই মা আজ পৃথিবীটা মুখোশের পাঠশালা।
দুর্বল চিত্তে আজ সবাই পরিশ্রান্ত।
আবেগের মোহে আত্মহতি ফেরারি বিবেক।
সভ্যতায় অকাতরে লুপ্ত হচ্ছে মানব জীবন।
মাগো তুমি আমায় ছেড়ে কোথায় গেলে চলে,
ফাঁকি দিয়ে শহীদ হলে কিছু নাহি বলে।
আমায় ছেড়ে মাগো তুমি কেমন করে থাকো,
আমার কথা একটুও কি মনে পড়ে নাকো ?
কিসের টানে আমায় ছেড়ে সেথায় তুমি গেলে ?
আকাশের ঐ নীল তারাটি সে বুঝি মা তুমি,
তাইতো রাতে চুপিসারে এসে আমারে যাও চুমি।
মাঝে মাঝে ঘুমের ঘোরে তোমায় স্বপ্নে দেখি,
জাগিয়া দেখি তুমি নাই পাশে তুমি তো মা শহীদ!
Leave a Reply