লেখকঃ সাংবাদিক সুমাইয়া আক্তার শিখা
যদি বলো আমায় মনে পরে কতবার?
বলবো আমি চোখের পাপড়ি নড়ে যতবার!
যদি বলো আমায় ভালবাসো কত?
আমি বলবো ওই আকাশে তাাঁরা আছে যত!
তুমি যদি বলো পদ্মা মেঘনা এক দিনে দেবো পাড়ি
তুমি যদি বলো চাঁদের বুকে বানাবো আমার বাড়ি
তুমি যদি বলো রাজধানীটাকে করবো তিলোত্তমা
ওহ… তুমি যদি বলো সোনালী ব্যাংকে ভালোবাসা দেবো জমা
এই তোমারি জন্যে হতে পারি দেবদাস রোমিও
এই তোমারি জন্যে ছেড়ে যেতে পারি সুখের পৃথিবীও
এই তোমারি জন্যে এনে দিতে পারি আকাশের যত তারা
শুধু পারবোনা আমি যদি বলো তুমি বাঁচতে তোমাকে ছাড়া
এই তোমারি জন্যে অনায়াসে আমি হিমালয় ডিঙাবো
এই তোমারি জন্যে ঘুম হীন চোখে রাত্রি কাটাবো
এই তোমারি জন্যে গোটা পৃথিবীটা ভরে দেবো ফুলে ফুলে
শুধু পারবোনা আমি যদি বলো তুমি থাকতে তোমাকে ভুলে।
যদি বলো ভালোবাসি
দুর্বার শব্দে কাঁপাবো ফেসবুক
বলে দেব সবাই কে,পেয়েছি আমিও যা চেয়েছি ।
জীবন আমার ধন্য হলো তোমায় কাছে পেয়ে,
একই সাথে ভেসে যাবো, ভালোবাসার
নৌকা বেয়ে।
Leave a Reply