কবিঃ মোঃ শেখ শহীদুল্লাহ্ আল আজাদ
নতুন বছর নতুন বার্তা,
নতুন মোদের আশা, নতুন ভাবে সাজাতে চায়,
সকল হাসি কান্না।
নতুন বছর নতুন বার্তা,
নতুন আবার সব”ই,
নতুন করে বাজাতে চায়,
এই জীবন ঘরের বাতি,
সব কিছু আজ দিলাম মুছে,
বেদনা থাক পূর্বক্ষণে,
এই তো মোদের ভাষা।
নতুন বছর নতুন বার্তা,
দিলাম সবার মাঝে,
নতুন করে গড়ে উঠুক,
লাল সবুজের বেশে,
নতুন যখন সব”ই হলো,
থাকলো কী আর বাকী,
নতুন করে জীবন সাজাই,
আমরা সকল মাঝি।
Leave a Reply