আব্দুল খালেক সুমন:
সৌজন্যে: মোঃ জাকির হোসেন রাজু সহ সভাপতি জাতীয় শ্রমিক লীগ এর অন্তর ভুক্ত বাংলাদেশ মটর শ্রমিক লীগ কেন্দ্রীয় সংসদ।
গহীন অরন্যে হারিয়ে গেলো,
মোর মায়াবতী।
পঙ্খীরাজ ঘোড়ায় চড়ে,
হারিয়ে গেলো নীল গগনে।
হাসি মুখে বিদায় নিয়ে,
লুকিয়ে তুমি কাঁদলে বনে।
ভালবাসার কষ্টিপাথরে,
যাচাই বাঁচায় করলে হৃদয়ে।
মুক্ত মনে মুক্ত গগনে
উড়বে এবার আপন ভূবনে।
ক্ষনিকের ঐ স্মৃতি নিয়ে
যাচ্ছো তুমি গহীন অরন্যে।
পল্লী কবির কাছে তুমি,
দিও তোমার নালিশের ডালি।
নকশি কাঁথা দিয়ে তোমার,
মুখটি রাখবে চুপটি তোমায়।
মন পুড়ানো কয়লার মাদুলী,
রেখে দিয়ো আঁচলে তুমি।
অন্যর হৃদয়ে ছড়াবে তুমি,
পুষ্প ভরা সুগন্ধের ডালি।
বৃত্তের গন্ডি ভাঙ্গবে যখনি,
কাঁপন ধরবে হৃদয়ে খানি।
নিথর দেহে থাকবে যখন,
আনমনা ভরা হৃদয় খানি।
ধুসর নয়নে অগ্নি ঝরাবে,
সুপ্ত মনটি সুপ্তই রবে,
চমকে উঠবে ক্ষণে ক্ষণে,
পারবে না ভুলতে অতীতটাকে,
মহারণে হারবে যে, সংশয়ে মনটি।
সমাপ্ত***
Leave a Reply