কবির কলম থমকে গেছে,
কলমের কালি হয়েছে রক্তাক্ত।
কি লিখবে? কি লিখবে?
হৃদয় কাঁপে থরোথরো।
হঠাৎ শুনে বুলেটের শব্দ,
জাতির পিতার বুকের রক্ত
পড়ছে অনবরত।
জাতির কিছু পথভ্রস্ট
কুলাঙ্গার এর দল।
ঝাঁপিয়ে পড়েছে,
জাতির পিতার উপর।
জি হ্যাঁ, আমি ১৫ ই আগস্টের,
কথা বলছি।
জাতির পিতাকে সপরিবারে যারা,
বুলেটের গুলিতে হত্যা করেছিলো।
তারা ছিলো না মানুষ !
নরপিশাচ এর জন্ম।
৭ই মার্চের ভাষণ!!
তারা করতে পারেনি বুকে লালন।
১৬ই ডিসম্বরে তাদের আত্মার
হয়েছিলো মরণ।
দেহ ছিলো,,
কিন্তু বেঁচে ছিলো না মনুষত্ব।
তারাই করেছিলো ১৫ আগস্টের,
সেই নির্মম হত্যাকান্ড।
হত্যা করতে গিয়ে তারা,
করতে পারেনি হত্যা,
মুজিব সে তো স্বাধীনতার নাম,
মুছতে পারেনি কোন ষড়যন্ত্রে।
ক্ষণজন্মা মুজিব মোদের,
মহান নেতা তিনি।
তাই তো আমরা তাকে মোদের
জাতির পিতা মানি।
পিতা তুমি মুছে যাবে নাকো,
আমাদের হৃদয় থেকে।
শত শহস্র সালাম রবে,
তোমার পদতলে।
ধন্য তুমি, স্বার্থক তুমি,
তুমি মহান নেতা।
বুলেটের গুলিতে ঝাঁঝরা হয়েও,
কমেনি তোমার জনপ্রিয়তা।
Leave a Reply