তুমি কাশফুলের মত
নরম শান্ত সেই মেয়েটি
দেখেছিলাম খুব কাছে থেকে
কাঁপন তুলেছিলে
আমার হৃদয়ে কত শত।
সেদিন মনে মনে
কতবার ভেবেছি
আলতো ছোঁয়ায়
তোমায় আমি ভালবাসার
ছবি একে দেই,
চাহনি ছিল তোমার
আমার মনকে পাগল করে
দেয়ার মত,
মায়াবিনী শুধুই হৃদয়
আমার চাওয়া ছিল
তোমায় কাছে টেনে নেই।
আমার কাশফুল
ভাবতাম তাই
তোমার মত আর কোথাও নাই।
আমি চেয়ে চেয়ে তোমার পানে
লুকিয়ে দেখতাম কত যে ক্ষণে ক্ষণে ।
অপেক্ষা আর স্বপ্ন নিয়ে
কত যে সময় গেছে পেরিয়ে
তবুও বোঝনি
ভালবাসায় কাতর ছিলাম কতই
ফিরে একবার দেখনি।
তুমি যে আমার কাশফুল
তোমাকে আমার মনের আকুতি,
বোঝাতে পারিনি আমি
হয়ত আমারি ভুল।
Leave a Reply