ডেস্ক রির্পোটঃ ৩০ ডিসেম্বর ২০২২,শুক্রবার কবি সুরমা আক্তারের প্রথম কাব্যগ্রন্থ- “মন তুই পরিযায়ী” এর মোড়ক উন্মোচন উৎসব অনুষ্ঠিত হয়। বইটি মনন প্রকাশনী থেকে প্রকাশিত হয়েছে। উক্ত প্রকাশনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কবি রেজাউদ্দিন স্টালিন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কবি জাহিদুল হক, কবি মাহবুব হাসান,কবি আবদুর রব ও কবি কবীর হোসেন তাপস। শ্রোতা দর্শকরা চমৎকার আয়োজনটি উপভোগ করেন সন্ধ্যা থেকে রাত পর্যন্ত। ২য় পর্বে সঙ্গীত পরিবেশন করেন কণ্ঠশিল্পী ইমরুল বাবু, সাকিনা কাইউম। আবৃত্তি করেন বাচিক শিল্পী আরিফ মল্লিক,এ.এইচ. রাজু,জহরত আরা এবং কবি সুরমা আক্তার নিজে। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত অনেক গুণীজন এই আয়োজনে অংশগ্রহণ করেন। অনুষ্ঠানটি উপস্থাপনা করেন খালিদা তালুকদার ও আরিফ মল্লিক। এরপর নৈশভোজ ও কেক কাটার মাধ্যমে অনুষ্ঠান সমাপ্ত হয়।
কবি সুরমা আক্তার তার অনুভূতি প্রকাশ করতে যেয়ে আবেগে আপ্লুত হয়ে কেঁদে ফেলেন। একজন নারী অনেক বাঁধা ডিঙিয়ে সফলতার দুয়ারে পৌঁছায়। সুরমা আক্তার এর সফলতার পেছনে উৎসাহ দিয়েছেন তার পরিবার,যা প্রতিটি নারীর কাম্য। আমারা কবি সুরমা আক্তার এর সফলতা কামনা করছি। জয় হোক পৃথিবীর সকল নারীর।
Leave a Reply